www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর যেও না

আর যেও না, বিকেল বেলা ওই লেকের ধারে
রক্তিম সূর্য নদীর ভিতর ডুবছে ডুবুক ।
নীলচে আকাশ ডাকছে ডাকুক
ওই পাখির সাথে আর যেও না, ইডেন গার্ডেন
কাঁদছে কাঁদুক, তুমি
আর যেও না, প্রজাপতির মত ---
চুপটি করে বোসো ব্যালকোনির এই টগর ফুলে, আর যেও না ।

আর যেও না সন্ধ্যা বেলায়,
মালতী ফুলের গন্ধে বাগান, ভড়ছে ভড়ুক
ঝড়ছে ঝড়ুক বৃষ্টি ধারা, এলোচুলে খোলা ছাদে আর যেও না ।
আর যেও না নূপুর পড়ে বকুল তলায়, পুকুর ঘাটে ---
চুপটি করে বোসো এই বদ্ধ ঘরে, জানালার ধারেও আর যেও না ।

আর যেও না শিমূল ফুল কুড়োতে ওই মাঠের ধারে
রৌদ্র ছায়ায় বনানী তলেও আর যেও না,
পায়ে হাঁটা পথ পেড়িয়ে, ওই পাহাড় ছুঁতেও আর যেও না ।

আর যেও না কোনো খানে, চুপটি করে দাঁড়াও এই পথের বাঁকেই
কোনো খানে আর যেও না,
বাইরে বিভীষিকা ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast