আর যেও না
আর যেও না, বিকেল বেলা ওই লেকের ধারে
রক্তিম সূর্য নদীর ভিতর ডুবছে ডুবুক ।
নীলচে আকাশ ডাকছে ডাকুক
ওই পাখির সাথে আর যেও না, ইডেন গার্ডেন
কাঁদছে কাঁদুক, তুমি
আর যেও না, প্রজাপতির মত ---
চুপটি করে বোসো ব্যালকোনির এই টগর ফুলে, আর যেও না ।
আর যেও না সন্ধ্যা বেলায়,
মালতী ফুলের গন্ধে বাগান, ভড়ছে ভড়ুক
ঝড়ছে ঝড়ুক বৃষ্টি ধারা, এলোচুলে খোলা ছাদে আর যেও না ।
আর যেও না নূপুর পড়ে বকুল তলায়, পুকুর ঘাটে ---
চুপটি করে বোসো এই বদ্ধ ঘরে, জানালার ধারেও আর যেও না ।
আর যেও না শিমূল ফুল কুড়োতে ওই মাঠের ধারে
রৌদ্র ছায়ায় বনানী তলেও আর যেও না,
পায়ে হাঁটা পথ পেড়িয়ে, ওই পাহাড় ছুঁতেও আর যেও না ।
আর যেও না কোনো খানে, চুপটি করে দাঁড়াও এই পথের বাঁকেই
কোনো খানে আর যেও না,
বাইরে বিভীষিকা ।।
রক্তিম সূর্য নদীর ভিতর ডুবছে ডুবুক ।
নীলচে আকাশ ডাকছে ডাকুক
ওই পাখির সাথে আর যেও না, ইডেন গার্ডেন
কাঁদছে কাঁদুক, তুমি
আর যেও না, প্রজাপতির মত ---
চুপটি করে বোসো ব্যালকোনির এই টগর ফুলে, আর যেও না ।
আর যেও না সন্ধ্যা বেলায়,
মালতী ফুলের গন্ধে বাগান, ভড়ছে ভড়ুক
ঝড়ছে ঝড়ুক বৃষ্টি ধারা, এলোচুলে খোলা ছাদে আর যেও না ।
আর যেও না নূপুর পড়ে বকুল তলায়, পুকুর ঘাটে ---
চুপটি করে বোসো এই বদ্ধ ঘরে, জানালার ধারেও আর যেও না ।
আর যেও না শিমূল ফুল কুড়োতে ওই মাঠের ধারে
রৌদ্র ছায়ায় বনানী তলেও আর যেও না,
পায়ে হাঁটা পথ পেড়িয়ে, ওই পাহাড় ছুঁতেও আর যেও না ।
আর যেও না কোনো খানে, চুপটি করে দাঁড়াও এই পথের বাঁকেই
কোনো খানে আর যেও না,
বাইরে বিভীষিকা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপজয় গাঙ্গুলী ১৪/০৫/২০২০চমৎকার, বেশ ভালো।
-
রহমতুল্লাহ লিখন ২৭/০৪/২০২০অসাধারন চিত্রায়ন।
-
কুমারেশ সরদার ২৭/০৪/২০২০আহামরি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৪/২০২০এত চমৎকার লেখা আমাদেরকে উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৬/০৪/২০২০এত চমৎকার কেমন করে লেখেন কবি।❤
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২০দারুণ লেখা । ভালো থাকুন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৪/২০২০বৈরী পরিবেশের জন্য বাইরে না যাওয়ার আহ্বান কবিতায় ফুটে উঠেছে।