সুনয়না ফিরিও না নয়ন
সুনয়না ফিরিও না নয়ন
পৃথিবীর সমস্ত স্বপ্ন বুকে গুঁজে চলে যাও চন্দ্রলোক
আজ মহাপৃথিবীর জল, বাতাস, মাটি
কাঁদছে ভীষণ ক্ষীণ চিৎকারে ।
সুনয়না, শত শত আলোকবর্ষ দূর হতে
আমাদের দিও আশ্বাস;
আমরা ভুগছি দারুন ব্যাথায়, শরীরে পুষে ভাইরাস ।
সুনয়না, ফিরে যাও
বৃষ্টি হলে ধরে নেবো ক্ষনি কাঁদছো তুমিও
বিষাক্ত পৃথিবীতে আমাদের অসুখে ।
পৃথিবীর সমস্ত স্বপ্ন বুকে গুঁজে চলে যাও চন্দ্রলোক
আজ মহাপৃথিবীর জল, বাতাস, মাটি
কাঁদছে ভীষণ ক্ষীণ চিৎকারে ।
সুনয়না, শত শত আলোকবর্ষ দূর হতে
আমাদের দিও আশ্বাস;
আমরা ভুগছি দারুন ব্যাথায়, শরীরে পুষে ভাইরাস ।
সুনয়না, ফিরে যাও
বৃষ্টি হলে ধরে নেবো ক্ষনি কাঁদছো তুমিও
বিষাক্ত পৃথিবীতে আমাদের অসুখে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৫/০৪/২০২০চমৎকার প্রকাশ কবি। স্যালুট।❤
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৪/২০২০সুনয়নার কাছে আকুল আবেদন।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৪/২০২০দারুন
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২০কমনীয় ভাবনা
-
কুমারেশ সরদার ২৪/০৪/২০২০পড়ে আবেগপ্রবণ হয়ে গেরাম