রজনীগন্ধা রাতে এবং আরো দুটি
১। যদি
যদি হহতটা ধরো প্রিয়া
ছুঁয়ে দেবো চুল
মৃদু আলিঙ্গনে ঝরবে সখি
কৃষ্ণচুড়ার ফুল ।।
২। রজনীগন্ধা রাতে
আমি তোমার তোমাকে ছুঁতে চাই
গভীর রাতের রজনীগন্ধা ফুলে,
তুমি জ্যোৎস্না আমার
আমি গোলাপ তোমার খোঁপার চুলে ।।
৩। অশ্রু
অল্প মেঘ এনে দিও
রক্তিম আকাশে ওগো উদাসী মন
হৃদয়ে পড়েছে চড়া
আজ অশ্রু জলের প্রয়োজন ।।
যদি হহতটা ধরো প্রিয়া
ছুঁয়ে দেবো চুল
মৃদু আলিঙ্গনে ঝরবে সখি
কৃষ্ণচুড়ার ফুল ।।
২। রজনীগন্ধা রাতে
আমি তোমার তোমাকে ছুঁতে চাই
গভীর রাতের রজনীগন্ধা ফুলে,
তুমি জ্যোৎস্না আমার
আমি গোলাপ তোমার খোঁপার চুলে ।।
৩। অশ্রু
অল্প মেঘ এনে দিও
রক্তিম আকাশে ওগো উদাসী মন
হৃদয়ে পড়েছে চড়া
আজ অশ্রু জলের প্রয়োজন ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০৪/২০২০ভালো লাগলো
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৮/০৪/২০২০মোহিত হলাম
-
গাজী তারেক আজিজ ১৭/০৪/২০২০বেশ ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৪/২০২০প্রেম মিশ্রিত কবিতা। সুন্দর হয়েছে।
-
ফয়জুল মহী ১৭/০৪/২০২০মনোমুগ্ধকর লিখনশৈলি ।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৪/২০২০সুন্দর!