বধূরে আমি বড্ড ভালোবাসি
প্রিয় আলতা রাঙা পায়ের ছাপে
লক্ষী হয়ে এসো ঘরে,
হাত বাড়িয়ে বুকের ভিতর
বন্দী করবে তোমার বরে ।
ঝুম ঝুম ঝুম নূপুর সুরে
নেচো সারাদিন আনমনে,
পাগল হয়ে তোমার বরে
দেখবে দেখো ক্ষনে ক্ষনে ।
লজ্জা পেয়ে ঢেকো না মুখ
জামদানীর ওই শাড়ি দিয়ে,
কাজল মাখা চোখটি তুলে
ডেকো তারে গোলাপ দেবে
---- খোপায় গিয়ে ।
শাখা পলা খনখনিয়ে
ছুটে যেও মিষ্টি মুখে,
দুঃখ ভুলে সখি তুমি
জলদি এসো থাকবে সুখে ।।
লক্ষী হয়ে এসো ঘরে,
হাত বাড়িয়ে বুকের ভিতর
বন্দী করবে তোমার বরে ।
ঝুম ঝুম ঝুম নূপুর সুরে
নেচো সারাদিন আনমনে,
পাগল হয়ে তোমার বরে
দেখবে দেখো ক্ষনে ক্ষনে ।
লজ্জা পেয়ে ঢেকো না মুখ
জামদানীর ওই শাড়ি দিয়ে,
কাজল মাখা চোখটি তুলে
ডেকো তারে গোলাপ দেবে
---- খোপায় গিয়ে ।
শাখা পলা খনখনিয়ে
ছুটে যেও মিষ্টি মুখে,
দুঃখ ভুলে সখি তুমি
জলদি এসো থাকবে সুখে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ জায়েদ ১৭/০৪/২০২০বেশ ভালো লাগলো
-
আব্দুল হক ১৬/০৪/২০২০এখানে কোন বিষ নেই!
-
গাজী তারেক আজিজ ১৬/০৪/২০২০অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২০সখি ভালোবাসা কারে কয়?
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৬/০৪/২০২০আসলেই ভালোবাসা আছে অনেক
-
ফয়জুল মহী ১৬/০৪/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী ।