এ বাঞ্চ অফ পোয়েট্রিস
।। যুদ্ধ ।।
যুদ্ধ শেষে ফিরবো আবার
নতুন ভোরের আলোয় ঝিকিমিকি রৌদ্রের মতো
এসো হে বন্ধু আজ ক্ষিপ্ত ক্রুদ্ধ চোখে
ঐ প্রতিপক্ষ যোদ্ধাকে করি ক্ষত-বিক্ষত ।।
।। স্বপ্ন ।।
যাব বহু দূর ছুটছি ভীষণ
স্বপ্নের হাত ধরে,
আর চেও না ছুঁতে আমায়
রাত্রি জাগা ভোরে ।।
।। বন্ধন ।।
যোগাযোগ মুছে গেলেও তবু
ছিন্ন হবে না জেনো কখনো কোনদিন
তোমার আমার অদৃশ্য হৃদয় বন্ধন
প্রিয়তম এ এক অনুভব আবেগ অন্তহীন ।।
।। স্তব্ধ বিকেল ।।
চলো উড়ে যায় দূর দিগন্ত পেরিয়ে
ঐ গাছেদের ওপার,
যেই খানে সূর্য ডুবে যায় নদীর ভিতর
সুজন মাঝি গান গাই উজান তুলে
পাখিরা খেলা করে স্তব্ধ বিকেল বেলায় ।।
।। স্বাধীনতা ।।
ইচ্ছে থাকলে প্রিয়তম ঐ নীলাকাশে
মন বানিয়ে পাখির ডানা,
উরে যাও মেঘের উপর দূর দিগন্তে আজ
তোমার নেইকো মানা ।।
যুদ্ধ শেষে ফিরবো আবার
নতুন ভোরের আলোয় ঝিকিমিকি রৌদ্রের মতো
এসো হে বন্ধু আজ ক্ষিপ্ত ক্রুদ্ধ চোখে
ঐ প্রতিপক্ষ যোদ্ধাকে করি ক্ষত-বিক্ষত ।।
।। স্বপ্ন ।।
যাব বহু দূর ছুটছি ভীষণ
স্বপ্নের হাত ধরে,
আর চেও না ছুঁতে আমায়
রাত্রি জাগা ভোরে ।।
।। বন্ধন ।।
যোগাযোগ মুছে গেলেও তবু
ছিন্ন হবে না জেনো কখনো কোনদিন
তোমার আমার অদৃশ্য হৃদয় বন্ধন
প্রিয়তম এ এক অনুভব আবেগ অন্তহীন ।।
।। স্তব্ধ বিকেল ।।
চলো উড়ে যায় দূর দিগন্ত পেরিয়ে
ঐ গাছেদের ওপার,
যেই খানে সূর্য ডুবে যায় নদীর ভিতর
সুজন মাঝি গান গাই উজান তুলে
পাখিরা খেলা করে স্তব্ধ বিকেল বেলায় ।।
।। স্বাধীনতা ।।
ইচ্ছে থাকলে প্রিয়তম ঐ নীলাকাশে
মন বানিয়ে পাখির ডানা,
উরে যাও মেঘের উপর দূর দিগন্তে আজ
তোমার নেইকো মানা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৮/০৪/২০২০অসাধারণ ছড়া কবিতা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২০ছোট ছোট ছড়া কিন্তু চমৎকার।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৪/২০২০সব কটা কবিতাই সুন্দর।
-
ফয়জুল মহী ১৫/০৪/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন