অশ্রুসিক্ত নিশি পেরিয়ে
(১)
এমন অচলাবস্থায় বেঁচে থাকা দায়
তবুও জানি আজ যারা যারা,
দেওয়ালে পিঠ ঠেকিয়েও লড়বে দারুন
তারা জিতবে ।
হে ঈশ্বর,
যতই চাবুক মারুন ।
(২)
যত কঠিন আসুক দুর্দিন
তবু মৃতের স্তূপ ডিঙিয়ে আজ যারা যারা
হাঁটবে ও পথ, মৃত্যুকে দিতে রুখে
তারাও ফিরবে ।
হে আল্লাহ,
যতই পাথর চাপান তাদের বুকে ।
(৩)
যত গুলো রাত --- সয়ে এমনই আঘাত
ব্যাথা ভরা চোখে, আজ যারা যারা
দেখতে দেখতে কাঁদবে জীবনের সর্বনাশ
তারাও হাসবে ।
হে গড,
এ আমার দৃঢ় বিশ্বাস ।।
09.04.2020 9:56 PM
এমন অচলাবস্থায় বেঁচে থাকা দায়
তবুও জানি আজ যারা যারা,
দেওয়ালে পিঠ ঠেকিয়েও লড়বে দারুন
তারা জিতবে ।
হে ঈশ্বর,
যতই চাবুক মারুন ।
(২)
যত কঠিন আসুক দুর্দিন
তবু মৃতের স্তূপ ডিঙিয়ে আজ যারা যারা
হাঁটবে ও পথ, মৃত্যুকে দিতে রুখে
তারাও ফিরবে ।
হে আল্লাহ,
যতই পাথর চাপান তাদের বুকে ।
(৩)
যত গুলো রাত --- সয়ে এমনই আঘাত
ব্যাথা ভরা চোখে, আজ যারা যারা
দেখতে দেখতে কাঁদবে জীবনের সর্বনাশ
তারাও হাসবে ।
হে গড,
এ আমার দৃঢ় বিশ্বাস ।।
09.04.2020 9:56 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৪/২০২০
-
পি পি আলী আকবর ১৪/০৪/২০২০ভালো
-
গাজী তারেক আজিজ ১৩/০৪/২০২০সুন্দরতম
-
ফয়জুল মহী ১৩/০৪/২০২০নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনকে .
-
অধীতি ১৩/০৪/২০২০আপনির অসাধারণ লিখেন
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৩/০৪/২০২০ভালো লেখনী
তারা অবশ্যিই জিতবে।