রমনী জানলা খোলো বাইরে কেউ নেই
রমনী জালনা খুলে দাও
সুদূর প্রান্তে গাছেদের ছায়াতলে কেউ নেই দাঁড়িয়ে
কেউ দেখবে না তোমায় আর,
হাসবেও না কেউ কখনো ---- তোমার সুন্দরতা দেখে ।
কেউ আসবে না জালনা না টোকা দিয়ে
সটান ঘরের ভিতর ----
দরজায় ঠোকা দেবারও কেউ নেই
শরৎকুমার তোমায় মিথ্যা বলেছে তার জানা নেই সব কথা ।
তুমি একাই থেকে যাও, কেউ আসবে না কাছে একত্র হ'তে
কখনো । কোনোদিন ।
09.04.2020 10:41 AM
সুদূর প্রান্তে গাছেদের ছায়াতলে কেউ নেই দাঁড়িয়ে
কেউ দেখবে না তোমায় আর,
হাসবেও না কেউ কখনো ---- তোমার সুন্দরতা দেখে ।
কেউ আসবে না জালনা না টোকা দিয়ে
সটান ঘরের ভিতর ----
দরজায় ঠোকা দেবারও কেউ নেই
শরৎকুমার তোমায় মিথ্যা বলেছে তার জানা নেই সব কথা ।
তুমি একাই থেকে যাও, কেউ আসবে না কাছে একত্র হ'তে
কখনো । কোনোদিন ।
09.04.2020 10:41 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১২/০৪/২০২০অসাধারন, কবি।
-
অধীতি ১২/০৪/২০২০ভক্ত হয়ে গেলাম।কি সুন্দর লিখেন আপনি
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৪/২০২০ভালো হয়েছে, ধন্যবাদ কবি।
-
ফয়জুল মহী ১২/০৪/২০২০মনোমুগ্ধকর লিখনশৈলি ।
-
নজরুল বিন রশিদ ১২/০৪/২০২০অসাধার,, অনেক ভাল লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৪/২০২০দারুন