একগুচ্ছ অনুভূতির ছোঁয়া
।। মৃত্যু ।।
চেতনা ফিরুক অচৈতন্য দেহের
লাশ হয়ে গেছে প্রেম,
মন ভ্রমরা ভ্রমনে হারিয়েছে
জীবন জীবন্ত কবর
হৃদয় ভাঙে তার ফ্রেম ।।
।। স্মৃতি ।।
বহুদূর গিয়েও চুপিসারে উঁকি দেয়
শৈশব প্রেমের দিন,
আমি যৌবনে ক্রীতদাস
বার্ধ্যক্যে তার মেটায় ঋণ ।।
।। নীলার জন্য ।।
মনের ঠিকানা নিলামে উঠেছে নীলা
যদি চাও ফিরে তাকাও,
হয়তো তুমি কিনতে পারবে
আমার মন ভিলা ।।
।। মূল্য ।।
অধিকার দিয়ে বিতারিত হয়েছি
নিজ সত্তার কাছে,
পরাধীনতার শিকল পড়ে
অত্যাচার সয়েছি
আর কি বহাল আছে ।
পবিত্র প্রেমকেও কলঙ্কিত করেছ
আজ ঘৃনার পাত্র আমি --- হায় !
হৃদয় উজারিত প্রেম হও মূল্যহীন
তবু আমাদের কাছে দামী ।।
।। কান্না ।।
সহস্র রাতের ঘুম কেড়েছে আমার
শুনে তোর ওই মিথ্যে কান্নার শব্দ,
শত সুখ বিজরিত প্রেমালাপ ভুক্তভোগি
তোর প্রেম ওদের করেছে জব্দ ।।
© প্রকাশিত
চেতনা ফিরুক অচৈতন্য দেহের
লাশ হয়ে গেছে প্রেম,
মন ভ্রমরা ভ্রমনে হারিয়েছে
জীবন জীবন্ত কবর
হৃদয় ভাঙে তার ফ্রেম ।।
।। স্মৃতি ।।
বহুদূর গিয়েও চুপিসারে উঁকি দেয়
শৈশব প্রেমের দিন,
আমি যৌবনে ক্রীতদাস
বার্ধ্যক্যে তার মেটায় ঋণ ।।
।। নীলার জন্য ।।
মনের ঠিকানা নিলামে উঠেছে নীলা
যদি চাও ফিরে তাকাও,
হয়তো তুমি কিনতে পারবে
আমার মন ভিলা ।।
।। মূল্য ।।
অধিকার দিয়ে বিতারিত হয়েছি
নিজ সত্তার কাছে,
পরাধীনতার শিকল পড়ে
অত্যাচার সয়েছি
আর কি বহাল আছে ।
পবিত্র প্রেমকেও কলঙ্কিত করেছ
আজ ঘৃনার পাত্র আমি --- হায় !
হৃদয় উজারিত প্রেম হও মূল্যহীন
তবু আমাদের কাছে দামী ।।
।। কান্না ।।
সহস্র রাতের ঘুম কেড়েছে আমার
শুনে তোর ওই মিথ্যে কান্নার শব্দ,
শত সুখ বিজরিত প্রেমালাপ ভুক্তভোগি
তোর প্রেম ওদের করেছে জব্দ ।।
© প্রকাশিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০৪/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ০৯/০৪/২০২০Excellent..
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৪/২০২০চমৎকার সব অনুকাব্য।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৪/২০২০অনন্য লেখনী