বনলতা সেন ফিরবে না আর
প্রতিদিন সন্ধ্যা ঘিরে ধরে
আমার এই জীবনের খোলা ছাদে,
আকাশটা মুখ রাঙিয়ে নদী তীরে দাঁড়িয়ে থাকে
বুড়ো শালিখ কৃষ্ণচূড়ার ডালটিতে উড়ে বসলে আজও
পা ঘষে ঘষে আমি পথের ঘাস মারি ।
ঐ ঝিঙে ফুল খেতের পাশে আমি
যেই খেনে বনলতা সেন এসে বসেছিলো একদিন
এমন সন্ধায়
জীবনের সূর্যাস্ত দেখবে বলে ।
07.04.2020
আমার এই জীবনের খোলা ছাদে,
আকাশটা মুখ রাঙিয়ে নদী তীরে দাঁড়িয়ে থাকে
বুড়ো শালিখ কৃষ্ণচূড়ার ডালটিতে উড়ে বসলে আজও
পা ঘষে ঘষে আমি পথের ঘাস মারি ।
ঐ ঝিঙে ফুল খেতের পাশে আমি
যেই খেনে বনলতা সেন এসে বসেছিলো একদিন
এমন সন্ধায়
জীবনের সূর্যাস্ত দেখবে বলে ।
07.04.2020
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অধীতি ১২/০৪/২০২০আপনার প্রিয় কবি কে, দাদা
-
ইসলাম শফিকুল ১০/০৪/২০২০খুব ভালো।
-
পি পি আলী আকবর ০৯/০৪/২০২০ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৪/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০৭/০৪/২০২০।মনোরম ও মনোহর লেখনী ।