যে স্বপ্ন রাত্রি জেগে কাঁদে
যখন রাত্রে ঘুমিয়ে পরি
কিছু স্বপ্ন গুমরে গুমরে কাঁদতে থাকে
বুকের পাঁজর ভেঙে যাওয়া শব্দে,
অথচ আমরা আরেক স্বপ্নে নিজেকে হাসতে দেখি ।
সকালে ভুলে যায় এইসব কথা
তদ্রাচ্ছন্ন চোখে রাত্রে আবার অন্য স্বপ্নের সাথে
করি হাসাহাসি, গতদিনের স্বপ্ন আবার
চাপা পরে যায় রাত্রে ।
প্রতিদিনের এইসব স্বপ্ন কখনো হাসবে না আর
শুধু কাঁদবে, রাত জেগে ।
একা একা
কেউ শুনতে পারবে না কোনোদিন ।।
03.04.2020 2:16 AM
কিছু স্বপ্ন গুমরে গুমরে কাঁদতে থাকে
বুকের পাঁজর ভেঙে যাওয়া শব্দে,
অথচ আমরা আরেক স্বপ্নে নিজেকে হাসতে দেখি ।
সকালে ভুলে যায় এইসব কথা
তদ্রাচ্ছন্ন চোখে রাত্রে আবার অন্য স্বপ্নের সাথে
করি হাসাহাসি, গতদিনের স্বপ্ন আবার
চাপা পরে যায় রাত্রে ।
প্রতিদিনের এইসব স্বপ্ন কখনো হাসবে না আর
শুধু কাঁদবে, রাত জেগে ।
একা একা
কেউ শুনতে পারবে না কোনোদিন ।।
03.04.2020 2:16 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অধীতি ১২/০৪/২০২০বাহ😍
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৪/২০২০ভালো লিখেছেন কবি।
-
ফয়জুল মহী ০৪/০৪/২০২০মজা পেলাম । ভালো লাগলো
-
বিশ্বামিত্র ০৪/০৪/২০২০খুব সুন্দর!
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৪/২০২০ভালো।