দুয়ারে দাঁড়িয়ে
মুখোস পড়ে লুকিয়ে ঘরেতে
ঠুক ঠাক শব্দেও কেঁপে উঠি,
ভাইরাস বুঝি দরজার কাছে
এসে বলে দেয় তোমার ছুটি ।
ভ্রু কুঁচকে পিছু ফিরে আসি
চক্ষু বিস্ফারিত হল আমার,
খুলবোই না ঘরের ছিটকিনি
ভাইরাস ডাকুক যত কামার ।
কভু যাবো না রাস্তার মোড়ে
বাইরে দাঁড়িয়ে আছে মরণ,
ওভাই করোনা ঘরে এসোনা
ক্ষমা চাই তোমার ধরে চরন ।
26.03.2020 12:50 AM
ঠুক ঠাক শব্দেও কেঁপে উঠি,
ভাইরাস বুঝি দরজার কাছে
এসে বলে দেয় তোমার ছুটি ।
ভ্রু কুঁচকে পিছু ফিরে আসি
চক্ষু বিস্ফারিত হল আমার,
খুলবোই না ঘরের ছিটকিনি
ভাইরাস ডাকুক যত কামার ।
কভু যাবো না রাস্তার মোড়ে
বাইরে দাঁড়িয়ে আছে মরণ,
ওভাই করোনা ঘরে এসোনা
ক্ষমা চাই তোমার ধরে চরন ।
26.03.2020 12:50 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ২৬/০৩/২০২০দারুণ
-
ফয়জুল মহী ২৬/০৩/২০২০ভালো লাগলো লেখা। নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।
-
শ.ম. শহীদ ২৬/০৩/২০২০ঠিক তাই
নিজে বাঁচি, পরিবার বাঁচাই। -
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৬/০৩/২০২০বাস্তব পরিস্থিতি। চমৎকার কবি।