প্রহেলিকা
হে ঈশ্বর দিন কি আর ফিরিবেনা মোর
যে দিন হারায়ে গেছে পিছে,
কাটিবে কি না এ রজনি, আসিবেনা প্রহর
কেন এত কাঁদাও মিছে মিছে ।
দিবসের আলো দেখিনু চোখে অসহায় রাতি
সাথী কভু বসেনি মোর পাশে,
আসিবে কি না সে গৃহে, জ্বালিবে না বাতি
শুধু রাতের পর রাত চলে আসে ।
যে বাঁধনে বেঁধেছ আমায় সেদিন থেকে
সে রজ্জু ছিঁড়িবার নয় আজি,
অযুত চেষ্টা করি না কেন তোমায় ডেকে
সে জানি এ কালের কারসাজি ।
তবু যে স্বপন আজ দেখিয়াছি জাগি
সে সব আঁধারে বিলায়ে দিব,
বেদনার সুরে গাহিবো গান, হইয়া অনুরাগী
আসিলে দুখ সঙ্গীই করিয়া নিব ।।
05.06.2017
যে দিন হারায়ে গেছে পিছে,
কাটিবে কি না এ রজনি, আসিবেনা প্রহর
কেন এত কাঁদাও মিছে মিছে ।
দিবসের আলো দেখিনু চোখে অসহায় রাতি
সাথী কভু বসেনি মোর পাশে,
আসিবে কি না সে গৃহে, জ্বালিবে না বাতি
শুধু রাতের পর রাত চলে আসে ।
যে বাঁধনে বেঁধেছ আমায় সেদিন থেকে
সে রজ্জু ছিঁড়িবার নয় আজি,
অযুত চেষ্টা করি না কেন তোমায় ডেকে
সে জানি এ কালের কারসাজি ।
তবু যে স্বপন আজ দেখিয়াছি জাগি
সে সব আঁধারে বিলায়ে দিব,
বেদনার সুরে গাহিবো গান, হইয়া অনুরাগী
আসিলে দুখ সঙ্গীই করিয়া নিব ।।
05.06.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২০দারুণ লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৩/২০২০সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৩/২০২০ভালো।