এবার তবে দাও
এবার নড়াও কলস তোমার
একটু জল ঝরুক,
জলে ভড়াও গঙ্গা এথায়
মরুর বুক ভরুক ।
রাত্রি কেটেছে দীর্ঘ নিঃশ্বাসে
দিবস হাহাকার,
সন্ধ্যা আসে একাকী বিলাসে
সকাল অন্ধকার ।
মধুময় করে তোলো
এ স্থান আজ,
রাঙিয়ে দাও রঙের বাহারে
দেখিয়ে দাও সাজ ।
বাতাসে ভরাও মিষ্টি সুবাস
প্রজাপ্রতিরা ছুটুক,
হিমশীতল প্রভাত এনে দাও
ক্যাকটাসেও ফুল ফুটুক ।।
12.03.2017
একটু জল ঝরুক,
জলে ভড়াও গঙ্গা এথায়
মরুর বুক ভরুক ।
রাত্রি কেটেছে দীর্ঘ নিঃশ্বাসে
দিবস হাহাকার,
সন্ধ্যা আসে একাকী বিলাসে
সকাল অন্ধকার ।
মধুময় করে তোলো
এ স্থান আজ,
রাঙিয়ে দাও রঙের বাহারে
দেখিয়ে দাও সাজ ।
বাতাসে ভরাও মিষ্টি সুবাস
প্রজাপ্রতিরা ছুটুক,
হিমশীতল প্রভাত এনে দাও
ক্যাকটাসেও ফুল ফুটুক ।।
12.03.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৩/২০২০অসম্ভব সুন্দর হয়েছে
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৩/২০২০nicely spoken
-
আব্দুল হক ১৩/০৩/২০২০বেশ লিখেছেন।
-
ফয়জুল মহী ১৩/০৩/২০২০অনন্যসুলভ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৩/২০২০ভালো।