অসহায় নাবিক
থামাও এবার প্লাবন তোমার
আমি মরেছি এতেই,
অনেক ঝরালাম অশ্রু নীর
এটুক ব্যাথা পেতেই !
এবার তুমি একটু হাসাও
সুখ দাও গো মোরে,
যত ছিল হাসি গিয়েছে ভাসি
সুখ নিয়েছে চোরে ।
এখন আমি নিঃস্ব প্রায়
ব্যাথার কাতরে মরি,
ছেড়েছি হাল ছিঁড়েছে পাল
এমন কি ভেঙেছে তরী ।
মাঝ দড়িয়ায় একা আমি
এ যাত্রা আমার হার,
হায়, কে এখন গা ভাসাবে
আমায় করতে পার ?
24.02.2017
আমি মরেছি এতেই,
অনেক ঝরালাম অশ্রু নীর
এটুক ব্যাথা পেতেই !
এবার তুমি একটু হাসাও
সুখ দাও গো মোরে,
যত ছিল হাসি গিয়েছে ভাসি
সুখ নিয়েছে চোরে ।
এখন আমি নিঃস্ব প্রায়
ব্যাথার কাতরে মরি,
ছেড়েছি হাল ছিঁড়েছে পাল
এমন কি ভেঙেছে তরী ।
মাঝ দড়িয়ায় একা আমি
এ যাত্রা আমার হার,
হায়, কে এখন গা ভাসাবে
আমায় করতে পার ?
24.02.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১২/০৩/২০২০বস্তুনিষ্ঠ লেখা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৩/২০২০দারুন
-
আলমগীর সরকার লিটন ১২/০৩/২০২০বেশ লাগল