প্রত্যাশা
এভাবেই পুড়ি প্রতিরাত
ঘুমে নির্ঘুমে তোমার দেহের উজ্জ্বল জ্যোৎস্নার আগুনে ।
জানি কেটে যাবে এভাবেই আড়ালে অন্তর্বাসে
একাকী চাঁদ ছুঁতে চেয়ে ।
তুমি আনমনেও খসে পরতে পারো তো তারা হয়ে
দ্যাখো না আমি বুক পেতে জানালায় দাঁরিয়ে ।
আজ নয়, কাল সংগোপনে মালতী ফুল সেজো
আমি অজ্ঞানে তোমায় কুড়িয়ে
মালা গেঁথে নেবো ।
আমার মৃত দেহের কফিনে মালা রুপে তোমাকেই চাই ।।
10.03.2020 1:44 PM
ঘুমে নির্ঘুমে তোমার দেহের উজ্জ্বল জ্যোৎস্নার আগুনে ।
জানি কেটে যাবে এভাবেই আড়ালে অন্তর্বাসে
একাকী চাঁদ ছুঁতে চেয়ে ।
তুমি আনমনেও খসে পরতে পারো তো তারা হয়ে
দ্যাখো না আমি বুক পেতে জানালায় দাঁরিয়ে ।
আজ নয়, কাল সংগোপনে মালতী ফুল সেজো
আমি অজ্ঞানে তোমায় কুড়িয়ে
মালা গেঁথে নেবো ।
আমার মৃত দেহের কফিনে মালা রুপে তোমাকেই চাই ।।
10.03.2020 1:44 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১০/০৩/২০২০কল্পনার প্রত্যাশা অতীব সুন্দর!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৩/২০২০চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৩/২০২০ভালো।