আশ্রয়
একদিন আমি তোমার ছিলাম
মনের মানুষ হায়,
মন হারিয়ে গিয়েছে ভেঙে চুরে
সে মানুষ আর নায় !
সেদিন ভাঙলো সুখের এ বাসা
তুমি যেই ছাড়লে হাত,
পলকেই রাঙা সূর্য্য অস্ত গেলো
নামলো কালো রাত ।
আঁধার ঘরে একা জেগে আছি
মৃত্যুকে লাগে ভয়,
আশ্রয় চাইবো তোমার কাছেই
যদি প্রভাত হয় ।।
19.11.2017
মনের মানুষ হায়,
মন হারিয়ে গিয়েছে ভেঙে চুরে
সে মানুষ আর নায় !
সেদিন ভাঙলো সুখের এ বাসা
তুমি যেই ছাড়লে হাত,
পলকেই রাঙা সূর্য্য অস্ত গেলো
নামলো কালো রাত ।
আঁধার ঘরে একা জেগে আছি
মৃত্যুকে লাগে ভয়,
আশ্রয় চাইবো তোমার কাছেই
যদি প্রভাত হয় ।।
19.11.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৯/০৩/২০২০সুন্দর লিখেছেন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৩/২০২০ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৩/২০২০ভালো।
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২০চমৎকার উপস্থাপন ,,পাঠে মুগ্ধতা রেখে গেলাম।