পরিবর্তে
"তোমার কাছে হাত পেতেছি"
ফাগুন রাত চেয়ে,
তুমি দিলে যৌবন গভীর, যায়
আগুন শরীর বেয়ে ।
"তোমার কাছে হাত পেতেছি"
সঙ্গি সাথী চাই,
দিলে তুমি এ দুই হাত ভরেই
পর লোক আমায় ।
"তোমার কাছে হাত পেতেছি"
জ্যোৎস্না ভরা রাত,
তুমি দিলে অনন্ত আঁধার
"গুটালাম কালো হাত ।।
21.10.2017
ফাগুন রাত চেয়ে,
তুমি দিলে যৌবন গভীর, যায়
আগুন শরীর বেয়ে ।
"তোমার কাছে হাত পেতেছি"
সঙ্গি সাথী চাই,
দিলে তুমি এ দুই হাত ভরেই
পর লোক আমায় ।
"তোমার কাছে হাত পেতেছি"
জ্যোৎস্না ভরা রাত,
তুমি দিলে অনন্ত আঁধার
"গুটালাম কালো হাত ।।
21.10.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৩/২০২০সুন্দর!
-
ফয়জুল মহী ০৬/০৩/২০২০অনন্যসাধারণ লেখা।