নগ্ন নির্জন হাত
হাতঘড়ি ছুঁয়ে থাকা শব্দের ঘ্রাণ
সময়ের স্রোতে ভেসে গেছে তেপান্তরের নদী তীড়ে
প্রিয়তমা, সে হাতঘড়িও হাত ছেড়েছে
শব্দরা হারিয়ে গেছে অচেনা মানুষের ভিড়ে ।।
আজ শুধুই স্মৃতির পাতা জুড়ে
চেয়ে রয় সেইসব মলিন স্পর্শ আর তোর গম্ভির মুখ
কখনো স্বপনে এসেও কোলাহল করে যায়
চুপি চুপি নিবির ভালোবেসেও দিয়ে যায় সুখ ।।
তবু কোন অসুখে আমার কাটে দিবানিশী
অতীত ভুলে প্রিয় ফিরে আয়, কাঁদে অসহায় মন
এবার তোকে এ হৃদয়ে অমর করে দেবো
চেয়ে দ্যাখ সে হাতখানিই আজ বুক চাপরায় সারাক্ষণ ।।
04.02.2020 7:30 PM
সময়ের স্রোতে ভেসে গেছে তেপান্তরের নদী তীড়ে
প্রিয়তমা, সে হাতঘড়িও হাত ছেড়েছে
শব্দরা হারিয়ে গেছে অচেনা মানুষের ভিড়ে ।।
আজ শুধুই স্মৃতির পাতা জুড়ে
চেয়ে রয় সেইসব মলিন স্পর্শ আর তোর গম্ভির মুখ
কখনো স্বপনে এসেও কোলাহল করে যায়
চুপি চুপি নিবির ভালোবেসেও দিয়ে যায় সুখ ।।
তবু কোন অসুখে আমার কাটে দিবানিশী
অতীত ভুলে প্রিয় ফিরে আয়, কাঁদে অসহায় মন
এবার তোকে এ হৃদয়ে অমর করে দেবো
চেয়ে দ্যাখ সে হাতখানিই আজ বুক চাপরায় সারাক্ষণ ।।
04.02.2020 7:30 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৭/০৩/২০২০অনন্যতা , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৩/২০২০চমৎকার লেখা
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৩/২০২০বেশ ভালো লাগলো।