সুখ দুঃখ
চিরকাল দুঃখ রবেনা ঘুমায়ে
জনম দুঃখিনীর ঘরে,
সুখ একদিন আসিবেই ফিরে
হাসিবে নিমেষের তরে !
ব্যার্থতা সকলি পাইবে মুক্তি
হৃদয় উঠিবে ফুলে,
সুখের-ই আনন্দে দাঁত সমস্ত
পড়বে মাটিতে খুলে !
সেই দিন দেখিবে ওই জগৎ
দেখিবে সকল লোকে,
এ সময় বড়ই নির্দয় সাজিবে
সুখিও কাঁদিবে শোকে !
হায় দুঃখ সুখের মাপকাঠিতে
সকলের জীবন বাঁধা,
তবু মানুষ মরে কীসের লাগি
এটাই বড় ধাঁধা ।।
29.10.2017
জনম দুঃখিনীর ঘরে,
সুখ একদিন আসিবেই ফিরে
হাসিবে নিমেষের তরে !
ব্যার্থতা সকলি পাইবে মুক্তি
হৃদয় উঠিবে ফুলে,
সুখের-ই আনন্দে দাঁত সমস্ত
পড়বে মাটিতে খুলে !
সেই দিন দেখিবে ওই জগৎ
দেখিবে সকল লোকে,
এ সময় বড়ই নির্দয় সাজিবে
সুখিও কাঁদিবে শোকে !
হায় দুঃখ সুখের মাপকাঠিতে
সকলের জীবন বাঁধা,
তবু মানুষ মরে কীসের লাগি
এটাই বড় ধাঁধা ।।
29.10.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৬/০৩/২০২০চমৎকার প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৩/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ০৫/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৩/২০২০লাজবাব
-
ইয়াকুব আহসান ০৪/০৩/২০২০বাহ! মুগ্ধ হলাম।