ক্ষণিকের ব্যবধানে
আমি রং তুলি নিয়ে ছুটে যায়
নদীর পাড়ে
বিকেলের ছবি আঁকবো ।
ডুবলো সূর্য্য
আমি ঘর ছেঁড়ে উঠানে বেড়ায়
জ্যোৎস্না গায়ে মাখবো ।
কালো মেঘ
ঢাকলো চাঁদ
আমি গভীর রাতে জেগে উঠি
আঁধার দেখবো বলে,
পাখির কলরব
হল প্রভাত ।।
01.11.2017
নদীর পাড়ে
বিকেলের ছবি আঁকবো ।
ডুবলো সূর্য্য
আমি ঘর ছেঁড়ে উঠানে বেড়ায়
জ্যোৎস্না গায়ে মাখবো ।
কালো মেঘ
ঢাকলো চাঁদ
আমি গভীর রাতে জেগে উঠি
আঁধার দেখবো বলে,
পাখির কলরব
হল প্রভাত ।।
01.11.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইয়াকুব আহসান ০৪/০৩/২০২০বাহ দারুন তো!
-
ফয়জুল মহী ০৪/০৩/২০২০এক রাশ মুগ্ধতা ।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৪/০৩/২০২০সুন্দর প্রকাশ।