আজও কেউ
কেউ কেউ আজও
সোনা ভেবে কুরায় খর কুটো
আমি সোনা পাথর ভেবে
ছড়ায় মুঠো মুঠো ।
কেও আজও জোয়ারের জলে
যায় ভেসে ভেসে
আমি স্রোতের অনুকূলে
বিসর্জন দেখি হেসে ।
আজও কেউ প্রেমিকার নাম
ডায়রিতে লেখে পরিপাটি
আমি এখন সে নাম মুছে
কবিতার ছড়া কাটি ।।
21.10.2017
সোনা ভেবে কুরায় খর কুটো
আমি সোনা পাথর ভেবে
ছড়ায় মুঠো মুঠো ।
কেও আজও জোয়ারের জলে
যায় ভেসে ভেসে
আমি স্রোতের অনুকূলে
বিসর্জন দেখি হেসে ।
আজও কেউ প্রেমিকার নাম
ডায়রিতে লেখে পরিপাটি
আমি এখন সে নাম মুছে
কবিতার ছড়া কাটি ।।
21.10.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ০৩/০৩/২০২০দারুণ লাগলো।
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২০সুকোমল ভাবনার অনন্য লেখা।
-
শুভ্র নীল ০২/০৩/২০২০আপনার কবিতাটি হৃদয়ে খুব করে নাড়া দিয়ে গেল। ভালবাসা নেবেন কবি
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৩/২০২০বেশ ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৩/২০২০সুন্দর
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০২/০৩/২০২০ভালে।