ভয়
খুব ভয় হয়,
যদি কোনো কুক্ষণে বিরহ লগনে
তুমি ছাড় হাত
একাকী হেথায় শূণ্যতা আগলিয়ে
ফুরোবে না কালো রাত ।
খুব ভয় হয়,
যদি হৃদয় জুড়ে ব্যথার ছায়া
প্রেম হয়ে আসে নেমে
ক্লান্ত চোখে অবসাদ নিয়ে
হৃদস্পন্দন যাবে থেমে ।
খুব ভয় হয়,
এসব ভেবেই নির্বাক আমি
বলছি কম্পিত বক্ষে
দেহ হীন আমি, আমার প্রাণ
তোমার হৃদকক্ষে ।।
যদি কোনো কুক্ষণে বিরহ লগনে
তুমি ছাড় হাত
একাকী হেথায় শূণ্যতা আগলিয়ে
ফুরোবে না কালো রাত ।
খুব ভয় হয়,
যদি হৃদয় জুড়ে ব্যথার ছায়া
প্রেম হয়ে আসে নেমে
ক্লান্ত চোখে অবসাদ নিয়ে
হৃদস্পন্দন যাবে থেমে ।
খুব ভয় হয়,
এসব ভেবেই নির্বাক আমি
বলছি কম্পিত বক্ষে
দেহ হীন আমি, আমার প্রাণ
তোমার হৃদকক্ষে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভ্র নীল ০২/০৩/২০২০অসাধারন প্রকাশ কবি
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৩/২০২০ভালো লাগলো।
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৩/২০২০অনবদ্য।
-
ফয়জুল মহী ০২/০৩/২০২০অনুপম, অতুলনীয় লেখা।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০২/০৩/২০২০অনেক অনেক শুভ কামনা কবি।
-
আলমগীর সরকার লিটন ০২/০৩/২০২০চমৎকার
-
হাফেজ আহমেদ ০২/০৩/২০২০ভালো লাগলো । শুভকামনা।