ঝড়া ফুল ও তুমি
প্রেয়সী,
শরতের ঘনিভূত মেঘের মতন
আমার হৃদয় আকাশে তোমার উপস্থিতি
তখন গোধুলি বেলা...
রক্তিম সূর্য্যটা নদীর ওপাড়ে ডুবছে
পাখিদল ফিরছে বাসায়,
উড়ে আসা প্রজাপতির মতন তুমি
ডানা মেলে দিলে
আমার হৃদয়ের প্রস্ফুটিত
ডালিয়া ফুলের ওপর ----
আমি মুগ্ধ চোখে হারালাম
আমার স্বপ্নের ভুবনে ।
কালো চোখ
ঝন্নার মতন চুল রাশি
ভেজা ঠোঁট
কি অপূর্ব সুন্দর !
আমি দেখতে দেখতে নামলো আঁধার....
কখন জানি চেতনা ফিরে দেখি
তুমি চলে গেছো -----
ঝড়ে গেছে ফুল ।।
22.11.2017
শরতের ঘনিভূত মেঘের মতন
আমার হৃদয় আকাশে তোমার উপস্থিতি
তখন গোধুলি বেলা...
রক্তিম সূর্য্যটা নদীর ওপাড়ে ডুবছে
পাখিদল ফিরছে বাসায়,
উড়ে আসা প্রজাপতির মতন তুমি
ডানা মেলে দিলে
আমার হৃদয়ের প্রস্ফুটিত
ডালিয়া ফুলের ওপর ----
আমি মুগ্ধ চোখে হারালাম
আমার স্বপ্নের ভুবনে ।
কালো চোখ
ঝন্নার মতন চুল রাশি
ভেজা ঠোঁট
কি অপূর্ব সুন্দর !
আমি দেখতে দেখতে নামলো আঁধার....
কখন জানি চেতনা ফিরে দেখি
তুমি চলে গেছো -----
ঝড়ে গেছে ফুল ।।
22.11.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ০১/০৪/২০২০ভালো
-
পি পি আলী আকবর ২৮/০২/২০২০ভালো
-
ফয়জুল মহী ২৭/০২/২০২০অতুলণীয়,