একটি যুবকের প্রেম
কত কাটিলো বসন্তের বেলা
বিরহের কত রজনী,
নিমেষে কাটিলো বিষন্ন গোধূলি
একাকী বসিয়া সজনি ।
তুমি তবু রহিলা দূরে
অপলক নয়নে চেয়ে,
ছুটে এসে জড়াও বুকে
ওগো রূপসী মেয়ে ।
তুমি এলে সাজাবো ঘর
রজনী গন্ধা ফুলে,
সুখের আনন্দে গান বাধিবো
সেঁতারে সুর তুলে ।
স্বপ্নের ভুবনে মায়াবী তুমি
আমায় বেঁধেছো জালে,
তোমায় ছেড়ে থাকি কিভাবে
তোমার অন্তরালে !
কত অশ্রু ঝড়েছে চোখের
ক্লান্ত তোমায় ডেকে,
এবার তুমি কাছে এসো
বলছি হৃদয় থেকে ।।
22.02.2017
বিরহের কত রজনী,
নিমেষে কাটিলো বিষন্ন গোধূলি
একাকী বসিয়া সজনি ।
তুমি তবু রহিলা দূরে
অপলক নয়নে চেয়ে,
ছুটে এসে জড়াও বুকে
ওগো রূপসী মেয়ে ।
তুমি এলে সাজাবো ঘর
রজনী গন্ধা ফুলে,
সুখের আনন্দে গান বাধিবো
সেঁতারে সুর তুলে ।
স্বপ্নের ভুবনে মায়াবী তুমি
আমায় বেঁধেছো জালে,
তোমায় ছেড়ে থাকি কিভাবে
তোমার অন্তরালে !
কত অশ্রু ঝড়েছে চোখের
ক্লান্ত তোমায় ডেকে,
এবার তুমি কাছে এসো
বলছি হৃদয় থেকে ।।
22.02.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/০২/২০২০অনেক অনেক ভাল লাগলো কবি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০২/২০২০sweet
-
জসিম উদ্দিন জয় ২৬/০২/২০২০সুন্দর কবিতা । শুভেচ্ছা রইলো ।
-
ফয়জুল মহী ২৬/০২/২০২০সুন্দর লেখনী ।