নারী
এখন আর নারীতে নারীত্ব নেই
উলঙ্গ ছিন্নমস্তা,
রূপ যৌবন এখন ফ্রিতে বিলোই
যৌনতা ভিষন সস্তা ।
লাজ লজ্জা ভয় উবে গেছে
সাহসি সকল নারী,
দিনে রাতে বেচে কিনে প্রেম
পথ পাইচারী ।
দিকে দিকে শুনি উত্তপ্ত লোকে
বধূর বস্ত্র হরন,
উত্তেজিত আজ এ সময় বলে
নারীতে জীবন মরন ।
সুরভী নারীতে আজ কীটের বাসা
ছোঁয়াচে রোগ একি !
রোগাক্রান্ত এখন সকল নারী
চারিদিক চেয়ে দেখি ।।
23.09.2017
উলঙ্গ ছিন্নমস্তা,
রূপ যৌবন এখন ফ্রিতে বিলোই
যৌনতা ভিষন সস্তা ।
লাজ লজ্জা ভয় উবে গেছে
সাহসি সকল নারী,
দিনে রাতে বেচে কিনে প্রেম
পথ পাইচারী ।
দিকে দিকে শুনি উত্তপ্ত লোকে
বধূর বস্ত্র হরন,
উত্তেজিত আজ এ সময় বলে
নারীতে জীবন মরন ।
সুরভী নারীতে আজ কীটের বাসা
ছোঁয়াচে রোগ একি !
রোগাক্রান্ত এখন সকল নারী
চারিদিক চেয়ে দেখি ।।
23.09.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৭/০২/২০২০নারী নিয়ে ভাবনা নেই।নারীত্বই ভাবনার। সুন্দর অভিব্যক্তি।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/০২/২০২০চমৎকার প্রকাশ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০২/২০২০বেশ হয়েছে।
-
ফয়জুল মহী ২৭/০২/২০২০অতুলণীয় .
-
অন্তরা রায়ত ২৭/০২/২০২০মোন ছুঁয়ে গেল..দারুন লিখেছেন..
-
আলমগীর সরকার লিটন ২৭/০২/২০২০বাস্তবতার রূপ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০২/২০২০beautiful