কিছুটা স্বপ্ন ও তুই
একটা বৃষ্টি ভেজা সকালের ছাটে ভেজা তোর চুল
কাজল কালো চোখ মেঘের মতন আমার ঘুম জড়ানো চোখ আকাশে
একলা চিলেকোঠার ঘরে তুই কখনো গোলাপ সেজে
মিষ্টি গন্ধ ছড়াস, কখনো আবার ----
জানালার কাঁচে সাজিস কুয়াসার মতো অস্পষ্ট জল ছবি ।
আমি জানালায় উঁকি মারি, ছাদে একলা ভিজে যায় শান্ত শহরে
শুধু তোর এলোমেলো চুল আর
শারীরের ফাঁকে ওই সুভ্র কোমল বুক, কোমরটি দেখতে গিয়ে....
হায় ! নরব ছোটাছুটি, তুই স্মৃতিই ----
এ বৃষ্টি ভেজা সকালেও স্বপ্ন হয়েছিস আমার মন জুড়ে ।
25.02.2020 9:34 AM
কাজল কালো চোখ মেঘের মতন আমার ঘুম জড়ানো চোখ আকাশে
একলা চিলেকোঠার ঘরে তুই কখনো গোলাপ সেজে
মিষ্টি গন্ধ ছড়াস, কখনো আবার ----
জানালার কাঁচে সাজিস কুয়াসার মতো অস্পষ্ট জল ছবি ।
আমি জানালায় উঁকি মারি, ছাদে একলা ভিজে যায় শান্ত শহরে
শুধু তোর এলোমেলো চুল আর
শারীরের ফাঁকে ওই সুভ্র কোমল বুক, কোমরটি দেখতে গিয়ে....
হায় ! নরব ছোটাছুটি, তুই স্মৃতিই ----
এ বৃষ্টি ভেজা সকালেও স্বপ্ন হয়েছিস আমার মন জুড়ে ।
25.02.2020 9:34 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জসিম উদ্দিন জয় ২৬/০২/২০২০ভালো লিখেছেন । শুভ কামনা রইলো কবি ।
-
শামীনুল হক হীরা ২৬/০২/২০২০অসাধারন লাগল,,,দারুন
-
অন্তরা রায়ত ২৬/০২/২০২০আপনার লেখা খুব সুন্দর..
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০২/২০২০অসাধারন
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০২/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ২৫/০২/২০২০পরিপাটি লেখা ।
-
সুমিতাংশু দোয়শী ২৫/০২/২০২০স্বপ্ন দেখো?
লাগলো ভালো।
যাক নয়।
যাবেই মুছে যত ভাবনা ছিল।
তোমার লেখনি কথা কয়।
নীরব মুখেই হুঙ্কার রয়। -
আলমগীর সরকার লিটন ২৫/০২/২০২০চমৎতার