সন্দেহ
ভালোবাসার হৃদয়ে যখন
সন্দেহ বাঁধে বাসা
দৃঢ় বিশ্বাসও হাত বদলায়
খেলতে চাই পাশা
স্বার্থ রক্ষার দাবিতে যদি
প্রেম অত্যাচারের ক্ষতি চাই
ক্লান্ত গণিকা সেজে
নিরীহ আলিঙ্গন কাঁদে অসহায় ।।
সন্দেহ বাঁধে বাসা
দৃঢ় বিশ্বাসও হাত বদলায়
খেলতে চাই পাশা
স্বার্থ রক্ষার দাবিতে যদি
প্রেম অত্যাচারের ক্ষতি চাই
ক্লান্ত গণিকা সেজে
নিরীহ আলিঙ্গন কাঁদে অসহায় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০২/২০২০একদম সত্য।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৫/০২/২০২০চমৎকার কবি।
-
ফয়জুল মহী ২৫/০২/২০২০পরিপাটি লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০২/২০২০বাস্তব কথা
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০২/২০২০ভালো।