তুমি মরিচিকা
ভোলা সহজ নয়, সেইসব প্রেমের কথাকলি আর হাসা-হাসি রাশি রাশি
হাত দুলিয়ে অচেনা পথ চলা সন্ধ্যার আবছা আলোয়
এক ঝাঁক স্বপ্ন নিয়ে বুকে -----
কত ভালোবাসা-বাসি শরীর মাখামাখি ।
এভাবেই থেকো কিছুকাল দুজনের হৃদস্পন্দনে আজ পথের বাঁকে
প্রেম ভুমিকম্প হয়ে উঠুক,
আমরা ভেঙে ভেঙে পড়ি ভিতর ভিতর ।
হায় ! প্রিয়তমা সেইসব দিন সাদা বকের মতন উড়ে গেছে
তুমি আচমকা মরিচিকা আমার জীবন জুড়ে ।
23.02.2020 9:22 AM
হাত দুলিয়ে অচেনা পথ চলা সন্ধ্যার আবছা আলোয়
এক ঝাঁক স্বপ্ন নিয়ে বুকে -----
কত ভালোবাসা-বাসি শরীর মাখামাখি ।
এভাবেই থেকো কিছুকাল দুজনের হৃদস্পন্দনে আজ পথের বাঁকে
প্রেম ভুমিকম্প হয়ে উঠুক,
আমরা ভেঙে ভেঙে পড়ি ভিতর ভিতর ।
হায় ! প্রিয়তমা সেইসব দিন সাদা বকের মতন উড়ে গেছে
তুমি আচমকা মরিচিকা আমার জীবন জুড়ে ।
23.02.2020 9:22 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জসিম উদ্দিন জয় ২৬/০২/২০২০কবিতা টি পড়ে ভালো লেগেছে । শুভেচ্ছা রইলো ।
-
সুমিতাংশু দোয়শী ২৫/০২/২০২০ভুলবে কেন?!! তুমি না বিষাক্ত!! সব মনে রাখ। শবকে ধরে সাধন হোক বিষাক্ত দাস।
-
অন্তরা রায়ত ২৪/০২/২০২০দারুন লিখেছেন..
-
ফয়জুল মহী ২৪/০২/২০২০দারুণ অনুভুতি ,বেশ ভালো লাগলো ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০২/২০২০ভালো
-
শাহীন রহমান (রুদ্র) ২৪/০২/২০২০অনেক সুন্দর লাগলো।
-
আলমগীর সরকার লিটন ২৪/০২/২০২০মরিচীকা না শ্বাস প্রশ্বাস