হাতছানি
তোর হাতছানিতেই বসন্ত বিকেলে
প্রেম মেখে সন্ধ্যা নেমে এলো
তোর হাতছানিতেই রাস্তার মোড়ের
নিয়নের বাতি উষ্ণতা পেলো ।
তোর হাতছানিতেই একাকী বালক
প্রেম লিখে দিলো এ চিরকূটে
তোর হাতছানিতেই ক্লান্ত কোকিল
ডেকে ডেকে ঘরে এলো ছুটে ।
তোর হাতছানিতেই ফুঁচকা চপে - র
দোকানে লাগলো দারুন ভীর
তোর হাতছানিতেই ওই নদীর ধারে
থমকে গেলো নৌকা মাঝির ।
তোর হাতছানিতেই কবি বাসস্টপে
বসন্ত আসার গেয়ে ওঠে গান
তোর হাতছানিতেই প্রেমিক লোকে
ফাল্গুনী খামে প্রেম করছে দান ।।
22.02.2020 5:56 PM
প্রেম মেখে সন্ধ্যা নেমে এলো
তোর হাতছানিতেই রাস্তার মোড়ের
নিয়নের বাতি উষ্ণতা পেলো ।
তোর হাতছানিতেই একাকী বালক
প্রেম লিখে দিলো এ চিরকূটে
তোর হাতছানিতেই ক্লান্ত কোকিল
ডেকে ডেকে ঘরে এলো ছুটে ।
তোর হাতছানিতেই ফুঁচকা চপে - র
দোকানে লাগলো দারুন ভীর
তোর হাতছানিতেই ওই নদীর ধারে
থমকে গেলো নৌকা মাঝির ।
তোর হাতছানিতেই কবি বাসস্টপে
বসন্ত আসার গেয়ে ওঠে গান
তোর হাতছানিতেই প্রেমিক লোকে
ফাল্গুনী খামে প্রেম করছে দান ।।
22.02.2020 5:56 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০২/২০২০সুন্দর!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০২/২০২০ভালো
-
আলমগীর সরকার লিটন ২৩/০২/২০২০বেশ অনুভূতি------
-
ফয়জুল মহী ২৩/০২/২০২০অনুপম লেখা