দেশ
যেদিকে তাকাই শুধুই দেখি, অসহায় মানুষের লাশ
কেও কাতরায় ধুলোই পড়ে কেও বা করে হাসফাস,
খবরের কাগজ আর টিভি চ্যানেল মৃত্যুরই কারখানা
আজ হত্যা করাটাও ছেলে খেলা পুলিস তাল কানা ।
যেদিকে যায় শুধুই শুনি - ধর্ষন কিংবা শ্লীলতাহানি
ঘুষ খোর নেতা মন্ত্রী কি করবে, পড়েছে চোখে ছানি,
ওরাও ধর্ষক পর্দার আড়ালে, চুপ থাকে সবই জেনে
পতিতাও জানে কোন মন্ত্রী টাকা দিয়ে কাকে কেনে ।
যেদিকে পালাই শুধুই দেখি, গুন্ডা মস্তান বসে থাকে
কেও আবার ডাকাতি করে কেও পকেটে হাত রাখে,
বোমাবাজি তোলাবাজি তো দেশেরই অলিতে গলিতে
এম.এল.এ তো দূর, খুদ্র নেতা বন্দুক রাখে থলিতে ।
ও ভাই আজ তোমরাই বলো, দেশদ্রোহী কাকে বলে
কেই বা ধর্ষক খুনী কেই বা চোর মুখোশ পড়ে চলে,
এ দেশেই মজুত ছিল সে কালের সুভাষ চন্দ্রের খুনী
হায়! অভিনেতাও খুনী, রাম ভক্ত নেতার মুখে শুনি ।
25.01.2020 7:17 PM
কেও কাতরায় ধুলোই পড়ে কেও বা করে হাসফাস,
খবরের কাগজ আর টিভি চ্যানেল মৃত্যুরই কারখানা
আজ হত্যা করাটাও ছেলে খেলা পুলিস তাল কানা ।
যেদিকে যায় শুধুই শুনি - ধর্ষন কিংবা শ্লীলতাহানি
ঘুষ খোর নেতা মন্ত্রী কি করবে, পড়েছে চোখে ছানি,
ওরাও ধর্ষক পর্দার আড়ালে, চুপ থাকে সবই জেনে
পতিতাও জানে কোন মন্ত্রী টাকা দিয়ে কাকে কেনে ।
যেদিকে পালাই শুধুই দেখি, গুন্ডা মস্তান বসে থাকে
কেও আবার ডাকাতি করে কেও পকেটে হাত রাখে,
বোমাবাজি তোলাবাজি তো দেশেরই অলিতে গলিতে
এম.এল.এ তো দূর, খুদ্র নেতা বন্দুক রাখে থলিতে ।
ও ভাই আজ তোমরাই বলো, দেশদ্রোহী কাকে বলে
কেই বা ধর্ষক খুনী কেই বা চোর মুখোশ পড়ে চলে,
এ দেশেই মজুত ছিল সে কালের সুভাষ চন্দ্রের খুনী
হায়! অভিনেতাও খুনী, রাম ভক্ত নেতার মুখে শুনি ।
25.01.2020 7:17 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৩/০২/২০২০খুব ভালো হয়েছে
-
ফয়জুল মহী ২৩/০২/২০২০সুচিন্তিত মনোভাব প্রকাশ,ভালোই ।
-
শামীনুল হক হীরা ২৩/০২/২০২০ভাল লাগল,,,
-
সাইয়িদ রফিকুল হক ২২/০২/২০২০সবই তাঁর লীলা!
-
সুমিতাংশু দোয়শী ২২/০২/২০২০সমস্যা জানা গেল। সমাধান?