www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডাকনাম

ফেলা আসা ডাকনাম তোর দেওয়া
বড় ভালোবাসি রে পাগলী
প্রিয় তাই কি আজও পাগল সেজে
শুনি আবার বুঝি ডাকলি ।

জানি তুই ডাকবি না আর কোনদিন
সে স্মৃতি মুছে গেছে প্রায়
তবু এটুক বুঝি সেসব ডাকনাম প্রিয়
আজও হৃদয় শুনতে চাই ।

যদি কখনো তোর ও বুক ভেঙে চুরে
সে ডাকনাম বেড়িয়ে আসে
আমি প্রিয় তোর সেই মিষ্টি তিরস্কার
ছড়িয়ে দেবো দূর্বা ঘাসে-ঘাসে ।।


20.02.2020 9:32 AM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast