নাটক - সময় নষ্ট
চরিত্র : রাজা মহাশয়
: মন্ত্রী মহাশয়
: প্রহরী
: প্রথম মিস্ত্রী
: দ্বিতীয় মিস্ত্রী
: দারোয়ান
[ঘেটুগাছি অঞ্চলের রাজা মশায় তার সিংহাসনে বসলেন তারপর.....]
রাজা : (হুরমুর করে সিংহাসন ভেঙে পড়ে গেলেন) একি ! মন্ত্রী আমার সিংহাসনের একি দশা ?
মন্ত্রী : (রাজাকে তুলতে গিয়ে) চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি মিস্ত্রীকে ডাকছি ! (চলে যেতে লাগলেন)
রাজা : (হাত ঝেড়ে, মুকূট ঠিক করতে করতে) মন্ত্রী তুমি এটিকে এক্ষুনি প্রাসাদের বাইরে ফেলে দাও ।
মন্ত্রী : (মন্ত্রী ফিরে এসে) আজ্ঞে মহারাজ !
রাজা : (হন্তদন্ত হয়ে পাইচারী করতে করতে) প্রহরী, প্রহরী ! (প্রহরী ছুটে এলো) তুমিই যাও, যে সব থেকে ভালো সিংহাসন বানাবে তাকে ধরে নিয়ে এসো । কিন্তু দেখো, যদি না আনতে পারো তাহলে......(রাজা কপালে হাত দিয়ে চিন্তিত)
প্রহরী : (রাজার মুখের সামনে উঁকি মেরে) তাহলে ! তাহলে কি মহারাজ ?
রাজা : তাহলে আর কি, তোমাকে গদ্দানে বলি দেবো ।
প্রহরী : (চমকে গিয়ে) আজ্ঞে মহারাজ.....
[প্রহরী চলে গেলো, মন্ত্রী সিংহাসন ফেলে প্রাসাদে এলো]
মন্ত্রী : মহারাজ, প্রহরীকে দিয়ে আপনার সিংহাসন তৈরির মিস্ত্রীকে ডাক পাঠিয়েছি দিয়েচি ।
রাজা : (হাঁ হাঁ করে হেসে) সে তো ভালো কথা !
মন্ত্রী : (ভ্রু কুঁচকে) মানে ?
রাজা : মানে আর কি, আমিও পাঠিয়ে দিয়েছি ।
মন্ত্রী : (হি হি হি করে হাসতে হাসতে) বাঃ বাঃ ভালো ভালো খুব ভালো মহারাজ ।
রাজা : (বিরক্ত হয়ে) আহঃ, ঠিক আছে যাও একটু রানী মাকে ডেকে দাও ।
মন্ত্রী : (সাবধান হয়ে) আজ্ঞে মহারাজ !
[ কিছুক্ষন মন্ত্রীর আসনে বসে চিন্তা করে হঠাৎ উঠে পড়ে]
রাজা : (পাইচারী করতে করতে বিরক্ত হয়ে) কি হল ! মন্ত্রী যে এখনো এলো না, দেখতে হয় তো ব্যপারটা । (গলা ফাটিয়ে ডাক) মন্ত্রী ! মন্ত্রী !
মন্ত্রী : (ছুটতে ছুটতে এসে ধাক্কা খেলো রাজার ছত্রিশ ইঞ্চি বুকে) আহঃ ! মহারাজ, রানী মা ঘুমাচ্ছেন । তাই একটু দেরি হল । হি হি হি....
রাজা : (সুর টেনে) দেরি হল ! এত দেরি হল ? বলি তোমার মিস্ত্রী
কই ?
মন্ত্রী : মাহারাজ, ভুল বুঝবেন না ! (ঘার নারতে নারতে) এরকম আর কখখোনো হবে না !
রাজা : (বিরক্ত হয়ে এদিক ওদিক চেয়ে) আগে তো বলো, বেটা মিস্ত্রী কই ।
মন্ত্রী : (ফিক করে হেসে দিয়ে) এসেছে তো মহারাজ ! বাইরে দাঁড়িয়ে ।
রাজা : (ভ্রু কপালে তুলে) একি ! ডেকে পাঠাও বেটাকে ।
মন্ত্রী : আজ্ঞে মহারাজ !
মিস্ত্রী : (হঠাৎ রাজা মহাশয়ের ঘুমন্ত মুখের সামনে এসে তিব্র কর্কস কন্ঠে) প্রণাম নেবেন মহারাজ !
রাজা : (ভয় পেয়ে লাফিয়ে উঠে) তুমি ! তুমি আমার সিংহাসন তৈরি করবে ?
মিস্ত্রী : আজ্ঞে হ্যাঁ মহারাজ !
রাজা : (ঘার নেড়ে কিছু চিন্তা করতে করতে) করো, কিন্তু দেখো, যদি ভালো না হয়, আবার ভেঙে যায় তাহলে তোমাকে সমেত তোমার বৌ কেও গদ্দানে বলি দেবো ।
মিস্ত্রী : (ভয় পেয়ে) কি মুসকিল ! আবার বৌ কেন মহারাজ ?
রাজা : আহঃ এটুকু বুঝলে না ? (অট্ট হেসে) তোমার মতো মিস্ত্রী যেন তোমার বৌ আর না জন্ম দিতে পারে তাই জন্য ।
মিস্ত্রী : (ভাবতে ভাবতে প্রস্থান করতে করতে) আজ্ঞে মহারাজ....
এরপর পরবর্তী পর্বে.....
: মন্ত্রী মহাশয়
: প্রহরী
: প্রথম মিস্ত্রী
: দ্বিতীয় মিস্ত্রী
: দারোয়ান
[ঘেটুগাছি অঞ্চলের রাজা মশায় তার সিংহাসনে বসলেন তারপর.....]
রাজা : (হুরমুর করে সিংহাসন ভেঙে পড়ে গেলেন) একি ! মন্ত্রী আমার সিংহাসনের একি দশা ?
মন্ত্রী : (রাজাকে তুলতে গিয়ে) চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি মিস্ত্রীকে ডাকছি ! (চলে যেতে লাগলেন)
রাজা : (হাত ঝেড়ে, মুকূট ঠিক করতে করতে) মন্ত্রী তুমি এটিকে এক্ষুনি প্রাসাদের বাইরে ফেলে দাও ।
মন্ত্রী : (মন্ত্রী ফিরে এসে) আজ্ঞে মহারাজ !
রাজা : (হন্তদন্ত হয়ে পাইচারী করতে করতে) প্রহরী, প্রহরী ! (প্রহরী ছুটে এলো) তুমিই যাও, যে সব থেকে ভালো সিংহাসন বানাবে তাকে ধরে নিয়ে এসো । কিন্তু দেখো, যদি না আনতে পারো তাহলে......(রাজা কপালে হাত দিয়ে চিন্তিত)
প্রহরী : (রাজার মুখের সামনে উঁকি মেরে) তাহলে ! তাহলে কি মহারাজ ?
রাজা : তাহলে আর কি, তোমাকে গদ্দানে বলি দেবো ।
প্রহরী : (চমকে গিয়ে) আজ্ঞে মহারাজ.....
[প্রহরী চলে গেলো, মন্ত্রী সিংহাসন ফেলে প্রাসাদে এলো]
মন্ত্রী : মহারাজ, প্রহরীকে দিয়ে আপনার সিংহাসন তৈরির মিস্ত্রীকে ডাক পাঠিয়েছি দিয়েচি ।
রাজা : (হাঁ হাঁ করে হেসে) সে তো ভালো কথা !
মন্ত্রী : (ভ্রু কুঁচকে) মানে ?
রাজা : মানে আর কি, আমিও পাঠিয়ে দিয়েছি ।
মন্ত্রী : (হি হি হি করে হাসতে হাসতে) বাঃ বাঃ ভালো ভালো খুব ভালো মহারাজ ।
রাজা : (বিরক্ত হয়ে) আহঃ, ঠিক আছে যাও একটু রানী মাকে ডেকে দাও ।
মন্ত্রী : (সাবধান হয়ে) আজ্ঞে মহারাজ !
[ কিছুক্ষন মন্ত্রীর আসনে বসে চিন্তা করে হঠাৎ উঠে পড়ে]
রাজা : (পাইচারী করতে করতে বিরক্ত হয়ে) কি হল ! মন্ত্রী যে এখনো এলো না, দেখতে হয় তো ব্যপারটা । (গলা ফাটিয়ে ডাক) মন্ত্রী ! মন্ত্রী !
মন্ত্রী : (ছুটতে ছুটতে এসে ধাক্কা খেলো রাজার ছত্রিশ ইঞ্চি বুকে) আহঃ ! মহারাজ, রানী মা ঘুমাচ্ছেন । তাই একটু দেরি হল । হি হি হি....
রাজা : (সুর টেনে) দেরি হল ! এত দেরি হল ? বলি তোমার মিস্ত্রী
কই ?
মন্ত্রী : মাহারাজ, ভুল বুঝবেন না ! (ঘার নারতে নারতে) এরকম আর কখখোনো হবে না !
রাজা : (বিরক্ত হয়ে এদিক ওদিক চেয়ে) আগে তো বলো, বেটা মিস্ত্রী কই ।
মন্ত্রী : (ফিক করে হেসে দিয়ে) এসেছে তো মহারাজ ! বাইরে দাঁড়িয়ে ।
রাজা : (ভ্রু কপালে তুলে) একি ! ডেকে পাঠাও বেটাকে ।
মন্ত্রী : আজ্ঞে মহারাজ !
মিস্ত্রী : (হঠাৎ রাজা মহাশয়ের ঘুমন্ত মুখের সামনে এসে তিব্র কর্কস কন্ঠে) প্রণাম নেবেন মহারাজ !
রাজা : (ভয় পেয়ে লাফিয়ে উঠে) তুমি ! তুমি আমার সিংহাসন তৈরি করবে ?
মিস্ত্রী : আজ্ঞে হ্যাঁ মহারাজ !
রাজা : (ঘার নেড়ে কিছু চিন্তা করতে করতে) করো, কিন্তু দেখো, যদি ভালো না হয়, আবার ভেঙে যায় তাহলে তোমাকে সমেত তোমার বৌ কেও গদ্দানে বলি দেবো ।
মিস্ত্রী : (ভয় পেয়ে) কি মুসকিল ! আবার বৌ কেন মহারাজ ?
রাজা : আহঃ এটুকু বুঝলে না ? (অট্ট হেসে) তোমার মতো মিস্ত্রী যেন তোমার বৌ আর না জন্ম দিতে পারে তাই জন্য ।
মিস্ত্রী : (ভাবতে ভাবতে প্রস্থান করতে করতে) আজ্ঞে মহারাজ....
এরপর পরবর্তী পর্বে.....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ১৮/০৫/২০২০বাহ
-
সেলিম রেজা সাগর ১২/০৩/২০২০দারুণ
-
... ০৩/০৩/২০২০মূল থিম ভালো লাগলো। শুভ কামনা।
-
নুর হোসেন ১৪/০২/২০২০ভাল লাগলো