অসম্পূর্ণ একটি কবিতা
আবার যদি দেখা হয় কখনও
কোনও দিন এ দুই জনের
আষাঢ়ে কিংবা শ্রাবনে অথবা
বসন্তের বিষন্ন মাখা দিনে,
ও প্রিয় তোমায় এবার কষে
বাঁধবো মন এ মনে চিরতরে
কোথায় চলে যাবে আমি
সোনার শিকল নিয়েছি কিনে ।
কোনও দিন এ দুই জনের
আষাঢ়ে কিংবা শ্রাবনে অথবা
বসন্তের বিষন্ন মাখা দিনে,
ও প্রিয় তোমায় এবার কষে
বাঁধবো মন এ মনে চিরতরে
কোথায় চলে যাবে আমি
সোনার শিকল নিয়েছি কিনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৩/০২/২০২০চমৎকার কাব্য কথা। স্যালুট আপনাকে কবি।
-
শাহীন রহমান (রুদ্র) ১২/০২/২০২০প্রিয় মানুষকে দূরে যেতে দেয়া যায়না। সুন্দর লাগলো কবিতাটি।
-
অভিমানী ছেলে ১২/০২/২০২০Bah
-
সাইয়িদ রফিকুল হক ১২/০২/২০২০বাঃ
-
ফয়জুল মহী ১২/০২/২০২০অনন্যসাধারণ লিখনী। শুভেচ্ছা সতত ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০২/২০২০চমৎকার