তুমি
প্রিয় আলতা রাঙা পায়ের ছাপে
লক্ষী হয়ে এসো ঘরে
হাত বাড়িয়ে বুকের ভিতর
বন্দী করবে তোমার বরে ।
ঝুম ঝুম ঝুম নূপুর সুরে
নেচো সারাদিন আনমনে
পাগল হয়ে তোমার বরে
দেখবে দেখো ক্ষনে ক্ষনে ।
লজ্জা পেয়ে ঢেকো না মুখ
জামদানীর ওই শাড়ি দিয়ে
কাজল মাখা চোখটি তুলে
ডেকো তারে গোলাপ দেবে খোপায় গিয়ে ।
শাখা পলা খনখনিয়ে
ছুটে যেও মিষ্টি মুখে
দুঃখ ভুলে সখি তুমি
জলদি এসো থাকবে সুখে ।।
লক্ষী হয়ে এসো ঘরে
হাত বাড়িয়ে বুকের ভিতর
বন্দী করবে তোমার বরে ।
ঝুম ঝুম ঝুম নূপুর সুরে
নেচো সারাদিন আনমনে
পাগল হয়ে তোমার বরে
দেখবে দেখো ক্ষনে ক্ষনে ।
লজ্জা পেয়ে ঢেকো না মুখ
জামদানীর ওই শাড়ি দিয়ে
কাজল মাখা চোখটি তুলে
ডেকো তারে গোলাপ দেবে খোপায় গিয়ে ।
শাখা পলা খনখনিয়ে
ছুটে যেও মিষ্টি মুখে
দুঃখ ভুলে সখি তুমি
জলদি এসো থাকবে সুখে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চন্দ্রকান্ত চক্রবর্তী ১০/০২/২০২০নমনীয়তায় পূর্ণ আবেগঘন লেখা।
-
অভিমানী ছেলে ১০/০২/২০২০Good
-
ফয়জুল মহী ০৯/০২/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।
-
আরাফাত বিন হাসান ০৯/০২/২০২০সুন্দর
-
পি পি আলী আকবর ০৯/০২/২০২০ভালো
-
আলমগীর সরকার লিটন ০৯/০২/২০২০বেশ ছন্দময়