সিঁদুর
তোমার সঙ্গে পরিচয় হয়েছিলো যেদিন
যেতে যেতে হঠাৎ
বকুল তলার সেই পুকুর ঘাটে,
তোমার এলোচুল আর কলসী কাখের
লেগেছিলো ভালো
তখন গোধূলী বেলা সূর্য্য গেছে মাঠে ।
আলতা লাল পেড়ে তোমার শাড়ির মাঝে
শাখা সিঁদুর ছিলনা তবু তুমি
ছিলে পূর্ণ, এক অমোঘ পূর্ণতায় ।
কিন্তু --- হায় !
তোমার সঙ্গে এরপর দেখা হলনা আর
একটা সিঁদুর কৌটা রইলো পড়ে
ঘরের কোনে,
ঘর ছাড়া পাখি হয়ে আমি আজও
কেঁদে কেঁদে মরি তোমার শূন্যতায় ।।
যেতে যেতে হঠাৎ
বকুল তলার সেই পুকুর ঘাটে,
তোমার এলোচুল আর কলসী কাখের
লেগেছিলো ভালো
তখন গোধূলী বেলা সূর্য্য গেছে মাঠে ।
আলতা লাল পেড়ে তোমার শাড়ির মাঝে
শাখা সিঁদুর ছিলনা তবু তুমি
ছিলে পূর্ণ, এক অমোঘ পূর্ণতায় ।
কিন্তু --- হায় !
তোমার সঙ্গে এরপর দেখা হলনা আর
একটা সিঁদুর কৌটা রইলো পড়ে
ঘরের কোনে,
ঘর ছাড়া পাখি হয়ে আমি আজও
কেঁদে কেঁদে মরি তোমার শূন্যতায় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৬/০২/২০২০সরল, সুন্দর লেখনী।
-
আলমগীর সরকার লিটন ০৬/০২/২০২০বেশ আবেগী-------