টেলিফোন সংখ্যায়
- মোহন দাস
সাত সমুদ্র পার করে আজ তুমি আবার এলে
তিন কুল ভুলেও বলো হেথায় কি খুঁজে পেলে ।
ছয় ঋতু কাটিয়ে দিলে একা বসে বসেই প্রায়
পাঁচ কড়ি তুলে এবার এসো আমি অপেক্ষায় ।
শূন্য শুধুই মাথায় আজ প্রেম করি অন্য ভাবে
দুই টি চোখ খোলো এবার আমায় খুঁজে পাবে ।
নব গ্রহ ঘুরছে দেখো চারি দিকে টেলিফোনে
চার টি দিক বন্ধ এখন তুমিই আমার এ মনে ।
ছয় ঋতু আবার এসে তোমার প্রেম পত্র ন্যয়
সাত সমুদ্র কথা ভুলিয়ে প্রেমও ফিরিয়ে দ্যায় ।।
আজ - 01.02.2020 , বিকাল - 4:58
সাত সমুদ্র পার করে আজ তুমি আবার এলে
তিন কুল ভুলেও বলো হেথায় কি খুঁজে পেলে ।
ছয় ঋতু কাটিয়ে দিলে একা বসে বসেই প্রায়
পাঁচ কড়ি তুলে এবার এসো আমি অপেক্ষায় ।
শূন্য শুধুই মাথায় আজ প্রেম করি অন্য ভাবে
দুই টি চোখ খোলো এবার আমায় খুঁজে পাবে ।
নব গ্রহ ঘুরছে দেখো চারি দিকে টেলিফোনে
চার টি দিক বন্ধ এখন তুমিই আমার এ মনে ।
ছয় ঋতু আবার এসে তোমার প্রেম পত্র ন্যয়
সাত সমুদ্র কথা ভুলিয়ে প্রেমও ফিরিয়ে দ্যায় ।।
আজ - 01.02.2020 , বিকাল - 4:58
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০২/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০৪/০২/২০২০মনোমুগ্ধকারী ভাবনা
-
কবি আরাফাত হোসেন ০৪/০২/২০২০পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০২/২০২০excellent