ফিরে এসো
জানো না তুমি শান্ত শহর কতটা চেয়েছে তোমায়
ফিরে এসো অভিমানি মন তোমার থাকলে সময় ।
আজও তোমার পথ চেয়ে শূন্য আমার এ ঘর বাড়ি
স্মৃতি ধুলো মুছে এ বুকের তোমায় ভুলতে না পারি ।
প্রিয় জানো কি, এ মনের মন দিয়েছে গলায় দড়ি
কখনো শরীর থেকে বেড়িয়ে যায় হৃদয়, তবু ধরি ।
হায়, আনমনে নির্বাক পৃথিবীতে কি রেখে গেলে
এ জীবন সপে দেবো কখনো স্বপ্নে তোমায় পেলে ।
ফিরে এসো স্বপ্ন হয়ে ঘুম কারে ভালোবাসার ভূতে
তন্দ্রা মেখেই ধরবো তোমায়, বাস্তবে চাই না ছুঁতে ।
জানি আজ ফিরবে না তবু ডাকে প্রেম বিরহীনি
হঠাৎ বুঝি অন্যে তুমি আমায় ভুলেছো সে দিন'ই ।
01.02.2020 2:56 AM
ফিরে এসো অভিমানি মন তোমার থাকলে সময় ।
আজও তোমার পথ চেয়ে শূন্য আমার এ ঘর বাড়ি
স্মৃতি ধুলো মুছে এ বুকের তোমায় ভুলতে না পারি ।
প্রিয় জানো কি, এ মনের মন দিয়েছে গলায় দড়ি
কখনো শরীর থেকে বেড়িয়ে যায় হৃদয়, তবু ধরি ।
হায়, আনমনে নির্বাক পৃথিবীতে কি রেখে গেলে
এ জীবন সপে দেবো কখনো স্বপ্নে তোমায় পেলে ।
ফিরে এসো স্বপ্ন হয়ে ঘুম কারে ভালোবাসার ভূতে
তন্দ্রা মেখেই ধরবো তোমায়, বাস্তবে চাই না ছুঁতে ।
জানি আজ ফিরবে না তবু ডাকে প্রেম বিরহীনি
হঠাৎ বুঝি অন্যে তুমি আমায় ভুলেছো সে দিন'ই ।
01.02.2020 2:56 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোয়েব আহমেদ ০৩/০২/২০২০Kub sundor likhecen kobi bondhu... Suvecca roilo