প্রথম স্পর্শ ও চুম্বনের স্বাদ
চেনা গন্ধে
তোর চুল স্পর্শ দেয় আবার
প্রথম চুম্বনের স্বাদ,
অনুভব করি মৃদু টান
শিহরিত লোমকূপে
ওই শোন প্রিয় এবার চুল বাঁধ ।
আমি তোর প্রাণে বিলীন হয়ে গেছি
উষ্ণ প্রেমের ঘনঘন শ্বাস
একটু স্তব্ধ হোক,
উত্তপ্ত হৃদয় উন্মাদনা
কম্পিত যৌবন পূর্ণ
ওই শোন প্রিয় এবার খোল চোখ ।
চুম্বক দেহে
জ্বলে তৃষ্ণার আগুন তবু
উদ্দীপ্ত কামনার রেষ দেয়না হাটা,
ক্ষুধিত অভিলাষে
বিষাক্ত স্রোতের জোয়ার
ওই শোন প্রিয় এবার নেশা কাটা ।।
০২.০১.২০২০
তোর চুল স্পর্শ দেয় আবার
প্রথম চুম্বনের স্বাদ,
অনুভব করি মৃদু টান
শিহরিত লোমকূপে
ওই শোন প্রিয় এবার চুল বাঁধ ।
আমি তোর প্রাণে বিলীন হয়ে গেছি
উষ্ণ প্রেমের ঘনঘন শ্বাস
একটু স্তব্ধ হোক,
উত্তপ্ত হৃদয় উন্মাদনা
কম্পিত যৌবন পূর্ণ
ওই শোন প্রিয় এবার খোল চোখ ।
চুম্বক দেহে
জ্বলে তৃষ্ণার আগুন তবু
উদ্দীপ্ত কামনার রেষ দেয়না হাটা,
ক্ষুধিত অভিলাষে
বিষাক্ত স্রোতের জোয়ার
ওই শোন প্রিয় এবার নেশা কাটা ।।
০২.০১.২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০২/০২/২০২০সুন্দর উপস্থাপন । মননশীল
-
শাহীন রহমান (রুদ্র) ০২/০২/২০২০শাশ্বত এবং চিরন্তন।শুভকামনা রইলো কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০২/০২/২০২০ভালো লাগলো।
-
আলমগীর সরকার লিটন ০২/০২/২০২০চমৎকার