বীনাপানী দেবীর প্রতি
হে দেবী বীনাপানী
নাহি দিলাম তব চরণে দুটি ফুল, অঞ্জলি দিবার ছলে
নাহি ডাকিলাম বক্ষে জুড়ে হাত খানি
তবু কিছুই কি বোঝো নায় ------ এ বালক কি বলে !
নাহি জপিলাম মন্ত্র তন্ত্র,
নাহি মাতিলাম তোমায় নিয়ে গানে গানে শব্দে কিবা আলোকে
মন মাঝে সাজায়েছি যে মন্দির খানি ------
তবু দ্যাখো কি নায় কি রঙের পাতিছে আসন, এ বালকে !
না বুঝিলে না দেখিলে, নাই বা ভালো বাসিলে মোরে
তবু জেনো এ দাসে ভালোবাসিবে চিরদিন তব কল্পনা করে ।।
29.01.2020 7:33 PM
নাহি দিলাম তব চরণে দুটি ফুল, অঞ্জলি দিবার ছলে
নাহি ডাকিলাম বক্ষে জুড়ে হাত খানি
তবু কিছুই কি বোঝো নায় ------ এ বালক কি বলে !
নাহি জপিলাম মন্ত্র তন্ত্র,
নাহি মাতিলাম তোমায় নিয়ে গানে গানে শব্দে কিবা আলোকে
মন মাঝে সাজায়েছি যে মন্দির খানি ------
তবু দ্যাখো কি নায় কি রঙের পাতিছে আসন, এ বালকে !
না বুঝিলে না দেখিলে, নাই বা ভালো বাসিলে মোরে
তবু জেনো এ দাসে ভালোবাসিবে চিরদিন তব কল্পনা করে ।।
29.01.2020 7:33 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ৩০/০১/২০২০
-
ফয়জুল মহী ৩০/০১/২০২০সহজ,সরল, সুন্দর লেখনী।
-
মোঃ আব্রাহাম হোসেন আমীর ৩০/০১/২০২০সুন্দর
-
আলমগীর সরকার লিটন ৩০/০১/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০১/২০২০স্পেলবাউন্ড
সম্মানিত কবির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।