কিছুটা বসন্তের মতো
জানালায় রোদের ছাট
হালকা হাওয়াতে খেলা করা চকচকে গাছের ছায়া
কিছুটা বসন্তের মতো
আমি শুনি কোকিলের ডাক
শিমূল ফুলে ।
গোধূলি বিকেলের ধুলো মাখা পথ নির্জন বারান্দায়
এক পায়ে দাঁড়িয়ে বোবা শালিক
একাকী বসে চিলেকোঠায়
আমি দেখি
দূর দিগন্তে নীল আকাশ মেলেছে ডানা ।
25.01.2020 3:17 PM
হালকা হাওয়াতে খেলা করা চকচকে গাছের ছায়া
কিছুটা বসন্তের মতো
আমি শুনি কোকিলের ডাক
শিমূল ফুলে ।
গোধূলি বিকেলের ধুলো মাখা পথ নির্জন বারান্দায়
এক পায়ে দাঁড়িয়ে বোবা শালিক
একাকী বসে চিলেকোঠায়
আমি দেখি
দূর দিগন্তে নীল আকাশ মেলেছে ডানা ।
25.01.2020 3:17 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/০১/২০২০Awesome
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০১/২০২০গভীর উপলব্ধি