ঘন রাত্রির জরুরি তলব
হে প্রিয় আজ কি আসবে না ঘুম জড়ানো চোখে
এক ঝাঁক স্বপ্ন নিয়ে প্রেমের সংজ্ঞা দিতে,
তোমার উপস্থিতির অনুভূতিতে
আমার হৃদস্পন্দনে শিহরণ লাগেনি এখনো
হে প্রিয় তুমি কত দূর !
আমার অন্তরের বোবা মানুষটি
ডাকছে তোমায় দেখো নির্বাক চিৎকারে ।
আমি মাঝ রাতে একাকী বিছানার মুখ ফিরিয়ে
নিঃস্পলক চোখে মনের জানালার
স্তব্ধতা মেখে দাঁড়িয়ে ।
হে প্রিয় তুমি এসো একটিবার আরও
আমার প্রানের ক্ষীণ প্রদীপ শিখা
এখনো রাত্রি জাগে জাগায় আমাকেও ---
তোমাকে অজ্ঞাত স্বপ্নে নয়, পরিচিত দুঃস্বপ্নেই
বারবার ফিরে পেতে চাই ।।
এক ঝাঁক স্বপ্ন নিয়ে প্রেমের সংজ্ঞা দিতে,
তোমার উপস্থিতির অনুভূতিতে
আমার হৃদস্পন্দনে শিহরণ লাগেনি এখনো
হে প্রিয় তুমি কত দূর !
আমার অন্তরের বোবা মানুষটি
ডাকছে তোমায় দেখো নির্বাক চিৎকারে ।
আমি মাঝ রাতে একাকী বিছানার মুখ ফিরিয়ে
নিঃস্পলক চোখে মনের জানালার
স্তব্ধতা মেখে দাঁড়িয়ে ।
হে প্রিয় তুমি এসো একটিবার আরও
আমার প্রানের ক্ষীণ প্রদীপ শিখা
এখনো রাত্রি জাগে জাগায় আমাকেও ---
তোমাকে অজ্ঞাত স্বপ্নে নয়, পরিচিত দুঃস্বপ্নেই
বারবার ফিরে পেতে চাই ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০১/২০২০চমৎকার আর্তি।
-
ইবনে মিজান ২৮/০১/২০২০যে গেছে, সে গেছে
ভুল ভাঙলে
ফিরে আসবে, আসবেই -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০১/২০২০superb
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০১/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২৭/০১/২০২০Excellent
-
মাহামুদুল হাসান শোভন ২৭/০১/২০২০সুন্দর!