www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজ্ঞাপন

কর্ম জোটেনি আজও...
সাঁঝ সকাল কত মধ্যহ্ন দুপুর পথে পথে ক্লান্ত গায়ে মেখেছি রোদের ছায়া
চুঁচুরা ব্যন্ডেল বালি ব্রিজে উপবাসে কেটে গেছে বেলা,
শুকনো পেটের তাগিদে ছুটেছি কেবল ছুটেছি
তবু কাজের মাসীর দেখা নেই !

কর্মখালি কর্মসংস্থান ঝাল মুড়ির ঠোঙা কুড়িয়ে কুড়িয়ে
আমার বাড়ি করেছি আবর্জনা,
কাজের বিজ্ঞাপন খুঁজে দাড়ি গোফ চেঁচে শহরে গিয়ে দেখি সরষে খেত, তাসের ঘর আর বালির বাঁধে কর্মচারীর সন্ধানী লোক
ডাকে হাত নেড়ে ।

দশ লক্ষ বায়োডাটা আর পাসপোর্ট সাইজ ফটো
শূন্য বাতাসে উড়িয়েছি কেবল, বিনিময়ে আমার ডকুমেন্টের মুখে এসে পড়েছে
এক ঝাক হতাশা -------

চারদিক দেখি বেনামী বন্দর অচেনা কত শত কম্পানী
ওরা কাজ দেয় না ডোনেশন নিয়ে, কাজ ওদের কাজ দেয় প্রতিদিন,
ইন্টারভিও তো বুকের পাঁজরে পাঁজরে হামা গুড়ি কাটে নিশীরাতে আমাদের !
কলকাতায় মুখোস পড়ে বস্তিখানার চোরের দল -------
কোট ব্লেজার মেখে স্যার ম্যাম হয়েছে, নামী দামী ভিখিরির আড়ালে ।

শুধু আমরাই কুলি মুটে মজুর হচ্ছি এম.এ বি.এ পাশ করে.....
হায় ! রাজ্যের বেকার ভবঘুরে জনগনের পকেট চেটে
বিল্ডিং হাকছে দেখি এজেন্সীর পরিবার ।


20.01.2020 02:56 PM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ২৩/০১/২০২০
    ভালোই
  • সুষমা
  • চমৎকার, চমৎকার।
 
Quantcast