রবীন্দ্রনাথের প্রতি
তোমার চোখে জ্বলন্ত দেখেছি
নির্বাক শব্দের প্রাণ
হে মহামানব ওরা মুক্তি চেয়ে
আজো করে কলতান ।
সে কথাকলির বাসনা বড়ই
শোনো নিরব ইশারায়
আমিও শুনি ডাকছে তোমায়
নিঃশব্দে নিরালায় ।
দীর্ঘদিন সে শব্দ সাজাতে গিয়ে
শুনেছি কেবল হাসি
হায় ! দু'এক কথা কানে কানে
বলে যাও আসি ।
তোমার কথায় রচিবো বিশ্ব ভুবন
দাও লিখিবার ভার
প্রভু তোমার তরে নিবেদন করি
এসো খোলা সিংহদ্বার ।।
12.01.2020 1:02 PM
নির্বাক শব্দের প্রাণ
হে মহামানব ওরা মুক্তি চেয়ে
আজো করে কলতান ।
সে কথাকলির বাসনা বড়ই
শোনো নিরব ইশারায়
আমিও শুনি ডাকছে তোমায়
নিঃশব্দে নিরালায় ।
দীর্ঘদিন সে শব্দ সাজাতে গিয়ে
শুনেছি কেবল হাসি
হায় ! দু'এক কথা কানে কানে
বলে যাও আসি ।
তোমার কথায় রচিবো বিশ্ব ভুবন
দাও লিখিবার ভার
প্রভু তোমার তরে নিবেদন করি
এসো খোলা সিংহদ্বার ।।
12.01.2020 1:02 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০২০ভালো লাগলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০১/২০২০great
-
সফিউল্লাহ আনসারী ১৯/০১/২০২০চমৎকার