বিবেকানন্দের প্রতি
যুগে যুগে আসে শত নব পুরুষ
ধুলায় মিশিয়া যায়
কেহ কি আজ তোমার মতো
জন্মেছে এ ধরায় !
তুমি সমস্ত জীবের জীবন্ত প্রতীক
এ পৃথিবীর মাঝখানে
হে মহা মানব জেগে ওঠো আবার
প্রতিটি যুবকের প্রাণে ।
দেখো আজ আর মানুষ মানুষে নেই
মানসিকতাহীন আচরন
এ কুশ্চিত দিনে নব সমাজ গড়তে প্রভু
তোমার কতৃত্ব প্রয়োজন ।।
12.01.2020 11:20 AM
ধুলায় মিশিয়া যায়
কেহ কি আজ তোমার মতো
জন্মেছে এ ধরায় !
তুমি সমস্ত জীবের জীবন্ত প্রতীক
এ পৃথিবীর মাঝখানে
হে মহা মানব জেগে ওঠো আবার
প্রতিটি যুবকের প্রাণে ।
দেখো আজ আর মানুষ মানুষে নেই
মানসিকতাহীন আচরন
এ কুশ্চিত দিনে নব সমাজ গড়তে প্রভু
তোমার কতৃত্ব প্রয়োজন ।।
12.01.2020 11:20 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০১/২০২০আমিও স্বামীজীর ভক্ত