ওরা দেশপ্রেমিক
(১)
হে কবি আর এ কাব্যে প্রেম নয়,
এবার কঠিন সত্যের সন্মুখে বাস্তবতার পরিচয় আনো
চারদিকে অরাজনৈতিকের বিষাক্ত ছায়া
দেখো মুখ ঢেকে দেয় নব যৌবনে উত্তীর্ণ যুবকের ।
হে কবি আর এ কাব্যে প্রেম নয়,
ফেরাও সুপুরুষ, মৃত্যু পথের যাত্রী হয়ে এগিয়ে যাচ্ছে দু'পায়ে
শুনতে কি পাও না
তিব্র হুংকারে ওই অমানবিকতার শ্লোগান ?
(২)
হে কবি আর এ কাব্যে প্রেম নয়,
এবার বেঁধে আনো
ছুটে পালানো বিচার বোধ ------
মেঘে ঢাকা সমাজ সেবক, হারানো দেশপ্রেমিক
ওদের সরলতা, মানসিকতা আর সত্যের বিজয় মিছিল !
কালো রাত্রি নেমেছে তরুন প্রজন্মের শরীরে
হে কবি ফেরাও ওদের নব দিবালোকে শান্তির বারান্দায় ।।
08.01.2020 11:13 PM
হে কবি আর এ কাব্যে প্রেম নয়,
এবার কঠিন সত্যের সন্মুখে বাস্তবতার পরিচয় আনো
চারদিকে অরাজনৈতিকের বিষাক্ত ছায়া
দেখো মুখ ঢেকে দেয় নব যৌবনে উত্তীর্ণ যুবকের ।
হে কবি আর এ কাব্যে প্রেম নয়,
ফেরাও সুপুরুষ, মৃত্যু পথের যাত্রী হয়ে এগিয়ে যাচ্ছে দু'পায়ে
শুনতে কি পাও না
তিব্র হুংকারে ওই অমানবিকতার শ্লোগান ?
(২)
হে কবি আর এ কাব্যে প্রেম নয়,
এবার বেঁধে আনো
ছুটে পালানো বিচার বোধ ------
মেঘে ঢাকা সমাজ সেবক, হারানো দেশপ্রেমিক
ওদের সরলতা, মানসিকতা আর সত্যের বিজয় মিছিল !
কালো রাত্রি নেমেছে তরুন প্রজন্মের শরীরে
হে কবি ফেরাও ওদের নব দিবালোকে শান্তির বারান্দায় ।।
08.01.2020 11:13 PM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/০১/২০২০অনন্য । শুভেচ্ছা সতত ।