মোহন দাস (বিষাক্ত কবি)
মোহন দাস (বিষাক্ত কবি)-এর ব্লগ
-
যদি বলি ভালো থেকো, ভালো থাকবে
নাকি যন্ত্রনাকে দাঁতে চেপে
মিথ্যা হাসবে ?
যদি বলি ভালোবাসি, সত্যি ভাববে [বিস্তারিত] -
সেই চিঠিটা বুকের ভিতর আজও কাঁদে
জানো ?
একা একা রাত্রি জাগে
মাখে অশ্রুজল, [বিস্তারিত] -
নেই; কোথাও নেই
কোথাও থাকে না সে, থাকবার কথা কী
সে কথাতেও বিস্ময় !
সম্ভাবনাহীন; হয়তো তাঁর কোনো অস্তিত্বই নেই [বিস্তারিত] -
(১)
এ পথে আর আসবে না কেউ কোনোদিন
সবাই চলে যাবে দূর দিগন্ত পেরিয়ে মহাকাশে ।
ঘর বাঁধবে না কেউ আর [বিস্তারিত] -
তুমি চলে গেছিলে তাই ----
নিদ্রাহীন রাত গুলোতে ব্যাথার ভাষা খুজছিলাম
বিরহ বেদনার সাথে
একান্ত একাগ্র চিত্তে । [বিস্তারিত] -
কেউ কেউ আজও হাসে
বাঁচে মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধ'রে,
কেউ কেউ হারছে
অনবরত হারছে; [বিস্তারিত] -
মহামারী পেটের ভাত কেড়েছে
টিউবঅয়েলের জল কেড়েছে দেশের রাজা,
পঙ্গ পালের দল ক্ষেতের ফসল খেয়েছে
এখন তু্ই ফাঁকা থালা ঘোটি বাজা ।। [বিস্তারিত] -
কিছুতেই তু্ই বুঝলি না
আমিও কেঁদেছি রাত্রি মেখে
প্রতিদিন প্রতি রাত
তোর ছবি দেখে দেখে । [বিস্তারিত] -
এখানে আলো নেই
অন্ধকার আকাশ বাতাস মাটি,
এখানে খাদ্য নেই; ক্ষুদার্থ মানব কঙ্কাল
পেতে আছে বাটি । [বিস্তারিত] -
আমরা ভয় পাই না
কঠিন আঘাত
কিংবা বীভৎস মহামারী,
আমরা পরিযায়ী শ্রমিক হলেও [বিস্তারিত] -
একলা চিঠি ডাক বাক্সে
জমিয়েছে স্মৃতির ধুলো
প্রথম লেখা প্রেম পত্রও
পেন্ডিং আছে কতগুলো । [বিস্তারিত] -
যাদের খোঁজ নিলো না কেউ
যাদের ঘরে জ্বললো না বাতি
হে প্রভু তাঁদের জীবনের ঢেউ
তারা খসা রাত্রি অনেক ভাল । [বিস্তারিত] -
ঝড় সামলে নিও তুমি পিছু হাঁটা ঐ
প্রেমের বুকে মুখ গুঁজে,
ঝড় সামলে নিও তুমি জাপ্টে ধরে সে প্রেম
চোখ দুটি বুজে । [বিস্তারিত] -
সমাজে যারা নিপিড়িত বঞ্চিত অন্যের কাছে
নিদ্রা যাদের ফুটপাতে; ব্যাথা ছাড়া কি আছে,
এক দিনের সুখের কাছে তারা পরাধীন - হায়
সংকীর্ণ সেই জীবন নিয়ে বাঁচবে কোন উপায় । [বিস্তারিত] -
জানি এই জীবনের সব স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে
সুখ স্বাচ্ছন্দ্য মিলবে না কিছু - শুধু ব্যাথা পাবে,
ব্যার্থ আশায় থেকে থেকে তবুও কাটাই সুদিন
এই জীবন পথে বসে একাকী আমি সঙ্গীহীন । [বিস্তারিত]