ক্লিষ্টের বাবুর অনুভূতি
বাবু হস্ত বাড়িয়ে দিয়ে এক মুঠো ওদন দাও আমায়..!
নেত্রের ধারাপাত বয়ে যায় সেই ছোট বাবুর নেত্রে।
যদি না পাই এক মুঠো অন্ন।
ছোট বাবু অটবির তলায় একা একা বসে আনমনায় ভেবে ভেবে থাকে,
এত ক্লিষ্ট কেন আমায় দিল মালিক?
ভাবে শুধু,আমার মত কি আর আছে দুঃখের ছেলে?
ছোট বাবুর শুধু থাকে এক মুঠো কি পাব ওদন...!
যদি পায় এক মুঠো ওদন ক্লিষ্টের বাবু..!
নাই কোন তাদের মাঝে আহব,
থাকে শুধু ইন্দ্রজাল,প্রবল।
নেত্রের ধারাপাত বয়ে যায় সেই ছোট বাবুর নেত্রে।
যদি না পাই এক মুঠো অন্ন।
ছোট বাবু অটবির তলায় একা একা বসে আনমনায় ভেবে ভেবে থাকে,
এত ক্লিষ্ট কেন আমায় দিল মালিক?
ভাবে শুধু,আমার মত কি আর আছে দুঃখের ছেলে?
ছোট বাবুর শুধু থাকে এক মুঠো কি পাব ওদন...!
যদি পায় এক মুঠো ওদন ক্লিষ্টের বাবু..!
নাই কোন তাদের মাঝে আহব,
থাকে শুধু ইন্দ্রজাল,প্রবল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ১৭/১১/২০১৫খুব ভাল লিখেছেন...।
-
শমসের শেখ ২৬/১০/২০১৫ভালো লিখেছেন