www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দাজ্জাল

ধরে সাধু বেশ বিদ্বেষী যারা
ঘৃণে মানব অন্তর,

..ইনসান নহে শয়তান তারা
কলঙ্ক,বর্বর ।

..এদের নেই কো'
করুণা,সুনীতি কিবা পাপে অনুতাপ,

..নিরিহ হৃদয়ে লুকায়িত ব্যথা
দিবে তাদের অভিশাপ..

ভায়ে ভায়ে
প্রীতি দিয়েছে নবীজি
এক প্রভু ভীতি দিলে..

ঐক্য এনেছে সমাজে তিঁনি যে,
যেন রহি মিশে মিলে ।

ধরা মাঝে এরা পণ্ডিত সাজে,
না বুঝে দিতেছে দোষ..

..বিশ্বাস ঘাতী শকতি
তারা যে, বিষধর ফণী-ফোস ।

দোষ অন্বেষী,নবী বিদ্বেষী
ভরেছে বঙ্গ-ধামে,

দিবা-নিশি খোঁজে কত জগন্য
দোষ তারা নবী নামে।

..এরা বদজাত
শয়তান এরা দুশমন নবীজির,

..এরা মুরতাদ,পাপীদল এরা
দাজ্জাল বদশীর ।

..এরা চুরমার 'ছলে সুরমার
অাঁখি এরা দেয় ফাঁকি,

..এরা বদ হাল ঘন-অম্বরে
ঝড়ো কাল বৈশাখী ।

হাঁকে গর্জন, নভেঃ তম্ঃ ঘন,
নহি পিছপান ডরে,,

ভাগে শয়তান, তানে সুমধুর
আল্লাহু আকবরে..।

প্রশংসা তারা জানেনা
রটিতে, জানে নানা' অপবাদ..

..এরা দাজ্জাল বদশীর এরা
হলো চির বরবাদ ।

..এরা ক্ষমতার তরেতে জ্বলিয়া
জ্বালে মসজিদ পাক,

..পুড়ে কোরআন বিশ্বকে এরা
করে দেয় হতবাক।

মনে বদ ধ্যান, শীরে কোন্ জ্ঞান?
মারে বিধর্মী প্রাণ

এজন্যই কী মানব নভেঃতে
উদিল নবীজি চান?
(সংক্ষেপিত)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মিজান রহমান ২৫/১২/২০১৪
    চমত্‍কার কবিতা ।ভালো লাগলো কবি
  • সায়েম খান ১৭/১২/২০১৪
    এগিয়ে যাও সম্নুখপানে,
    দোয়া করি অনেক বড় হও।
  • আবিদ আল আহসান ১৪/১২/২০১৪
    পুরা কবিতা দেওয়ার অনুরোধ রইলো
  • শিমুল শুভ্র ১৩/১২/২০১৪
    চমৎকার কবিতা , মন মাতানো । অসাধারণ
    • মুহাম্মদ মাসউদ ১৩/১২/২০১৪
      শিমুল শুভ্র ভাই।
      আপনার মত অসাধারণ কবির এমন
      অসাধারণ মন্তব্য সত্যিই পেয়ে খুব খুশি লাগছে।
      আপনার ২য় কব্যগ্রন্থ "অর্ঘ্য" কী চট্টগ্রামে পাব??

      আমি চট্টগ্রামে থাকি।
      • শিমুল শুভ্র ১৩/১২/২০১৪
        আপনি চট্রগ্রামে কোথায় থাকেন ? আপনার হাতের কাছের কোন লাইব্রেরীকে চাইলে তাঁরা দিতে পারবেন বলে বিশ্বাস , , ধন্যবাদ আপনার সুন্দর আন্তরিকতার জন্য ।
        • মুহাম্মদ মাসউদ ১৩/১২/২০১৪
          আমি চট্টগ্রামের দক্ষিণ পতেংগা,৪১ নং ওয়ার্ডের বাসিন্দা।
          • শিমুল শুভ্র ১৪/১২/২০১৪
            আমি পতেঙ্গার আশে পাশে ছিলাম ২ বছর যাবত ,তা আবার অনেক আগে । ভালো থাকুন।
 
Quantcast