দাজ্জাল
ধরে সাধু বেশ বিদ্বেষী যারা
ঘৃণে মানব অন্তর,
..ইনসান নহে শয়তান তারা
কলঙ্ক,বর্বর ।
..এদের নেই কো'
করুণা,সুনীতি কিবা পাপে অনুতাপ,
..নিরিহ হৃদয়ে লুকায়িত ব্যথা
দিবে তাদের অভিশাপ..
ভায়ে ভায়ে
প্রীতি দিয়েছে নবীজি
এক প্রভু ভীতি দিলে..
ঐক্য এনেছে সমাজে তিঁনি যে,
যেন রহি মিশে মিলে ।
ধরা মাঝে এরা পণ্ডিত সাজে,
না বুঝে দিতেছে দোষ..
..বিশ্বাস ঘাতী শকতি
তারা যে, বিষধর ফণী-ফোস ।
দোষ অন্বেষী,নবী বিদ্বেষী
ভরেছে বঙ্গ-ধামে,
দিবা-নিশি খোঁজে কত জগন্য
দোষ তারা নবী নামে।
..এরা বদজাত
শয়তান এরা দুশমন নবীজির,
..এরা মুরতাদ,পাপীদল এরা
দাজ্জাল বদশীর ।
..এরা চুরমার 'ছলে সুরমার
অাঁখি এরা দেয় ফাঁকি,
..এরা বদ হাল ঘন-অম্বরে
ঝড়ো কাল বৈশাখী ।
হাঁকে গর্জন, নভেঃ তম্ঃ ঘন,
নহি পিছপান ডরে,,
ভাগে শয়তান, তানে সুমধুর
আল্লাহু আকবরে..।
প্রশংসা তারা জানেনা
রটিতে, জানে নানা' অপবাদ..
..এরা দাজ্জাল বদশীর এরা
হলো চির বরবাদ ।
..এরা ক্ষমতার তরেতে জ্বলিয়া
জ্বালে মসজিদ পাক,
..পুড়ে কোরআন বিশ্বকে এরা
করে দেয় হতবাক।
মনে বদ ধ্যান, শীরে কোন্ জ্ঞান?
মারে বিধর্মী প্রাণ
এজন্যই কী মানব নভেঃতে
উদিল নবীজি চান?
(সংক্ষেপিত)
ঘৃণে মানব অন্তর,
..ইনসান নহে শয়তান তারা
কলঙ্ক,বর্বর ।
..এদের নেই কো'
করুণা,সুনীতি কিবা পাপে অনুতাপ,
..নিরিহ হৃদয়ে লুকায়িত ব্যথা
দিবে তাদের অভিশাপ..
ভায়ে ভায়ে
প্রীতি দিয়েছে নবীজি
এক প্রভু ভীতি দিলে..
ঐক্য এনেছে সমাজে তিঁনি যে,
যেন রহি মিশে মিলে ।
ধরা মাঝে এরা পণ্ডিত সাজে,
না বুঝে দিতেছে দোষ..
..বিশ্বাস ঘাতী শকতি
তারা যে, বিষধর ফণী-ফোস ।
দোষ অন্বেষী,নবী বিদ্বেষী
ভরেছে বঙ্গ-ধামে,
দিবা-নিশি খোঁজে কত জগন্য
দোষ তারা নবী নামে।
..এরা বদজাত
শয়তান এরা দুশমন নবীজির,
..এরা মুরতাদ,পাপীদল এরা
দাজ্জাল বদশীর ।
..এরা চুরমার 'ছলে সুরমার
অাঁখি এরা দেয় ফাঁকি,
..এরা বদ হাল ঘন-অম্বরে
ঝড়ো কাল বৈশাখী ।
হাঁকে গর্জন, নভেঃ তম্ঃ ঘন,
নহি পিছপান ডরে,,
ভাগে শয়তান, তানে সুমধুর
আল্লাহু আকবরে..।
প্রশংসা তারা জানেনা
রটিতে, জানে নানা' অপবাদ..
..এরা দাজ্জাল বদশীর এরা
হলো চির বরবাদ ।
..এরা ক্ষমতার তরেতে জ্বলিয়া
জ্বালে মসজিদ পাক,
..পুড়ে কোরআন বিশ্বকে এরা
করে দেয় হতবাক।
মনে বদ ধ্যান, শীরে কোন্ জ্ঞান?
মারে বিধর্মী প্রাণ
এজন্যই কী মানব নভেঃতে
উদিল নবীজি চান?
(সংক্ষেপিত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান রহমান ২৫/১২/২০১৪চমত্কার কবিতা ।ভালো লাগলো কবি
-
সায়েম খান ১৭/১২/২০১৪এগিয়ে যাও সম্নুখপানে,
দোয়া করি অনেক বড় হও। -
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪পুরা কবিতা দেওয়ার অনুরোধ রইলো
-
শিমুল শুভ্র ১৩/১২/২০১৪চমৎকার কবিতা , মন মাতানো । অসাধারণ