www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় সখা (Sonnet)

ওহে দীপ্ত মন,হেম তনু,রক্ত রবি!
সখা সেজে জ্বলো মোর সারা দিবসেতে।
রূপেতে জেগেই আজ নন্দে উঠি মেতে।
কালো দেহে আলো দিলে ছিনু তরু-ছবি,
তোমার সে হর্ষে ফুটে গুল, তনু খানে।
সে ফুল রঙ যে তোমা' আলোর জ্বলক।
দূর হতে ফেলো আঁখি সোনালি পলক,
কনক রোদের প্রেমে ডাকো আহবানে।

মধুর এ ধ্যান ছেড়ে যাবে তুমি দূরে,
ঝুঁকে সে আঁধার সাঝে জানি ফের তুমি,
একাকি রাখবে করে ভয় ভর পুরে।
কাঁদবো তোমার প্রিয় স্মৃতি চুমি চুমি,
আসবে স্বপন ঊষা ডাকি পাখি সুরে।
পূরবি পূষণ প্রভা ছোঁবে মোর ভুমি।

*★*★*★*★*★*★*★*
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু সুদনের ছোট ভাইকে স্বাগতম।
  • আবিদ আল আহসান ১২/১২/২০১৪
    হ্যাঁ সুন্দর হয়েছে
  • শিমুদা ১২/১২/২০১৪
    কবি সনেটের য বিষয়টি আগে চোখে পড়ে সেটা হল ছন্দমিল বা মিল বিন্যাস-
    এই কবিতার মিল বিন্যাসটি-কখখক গঘঘগ ঙচঙচঙচ
    এমনটি হলে অষ্টকে ছন্দটা আরো ভাললাগত-কখখক কখখক
    কিছু মনে নেবেন না।
    • মুহাম্মদ মাসউদ ১২/১২/২০১৪
      না অসুবিধা নেই। অন্তমীল টা ব্যক্তিগত।
  • অনিরুদ্ধ বুলবুল ১২/১২/২০১৪
    কবিতা ভাল হয়েছে; অগো, পূবাল, পূষণ আভা, তঃমসা ইত্যাদি শব্দগুলতে নজর দিন কবি।

    শুভেচ্ছা ও অভিনন্দন।
 
Quantcast