নয়ন-দীপ্তি
নয়ন দীপ্তি শয়ন স্বপ্ন আবেগের ঝরঝর,
হৃদয় দিনেতে আলোকিত ভানু রজনির সুধাকর ।
মোমেন মনেতে ভকতি, শকতি,আশা প্রতি' তাঁর দেখা ?
তাঁরি প্রেমে থেমে থাকেনা এদেশে ছুটে সে মদিনা একা।
আরব মরুভু খর্জুর তরু তাঁরি প্রেমে মাতোয়ারা,
নিশিথীনি আভা নিশাপতি তাঁরি ইশারাতে দিশাহারা।
কেহ চাহে হতে সোনা তনে তাঁরি মুজ্জাম্মীল প্রিয়!
ফণী তাঁরি দেখা পেতে একা একা বনে মহা তপঃস্বীয়।
নুরানী সে মুখে মধু বাণী শুনে তপ্ত মরুভূ রবি,
ডুবে সে হরষে উদিঁল আবারি মাগরীবে আজগবি।
(তাঁর)
চেহরা রজনী শূণ্য নয়নে আলোময়ী নিশাপতি,
আমারি নয়নে তাঁহারি স্বপ্ন তিঁনি যে, লোচন জ্যোতি।
হৃদয় দিনেতে আলোকিত ভানু রজনির সুধাকর ।
মোমেন মনেতে ভকতি, শকতি,আশা প্রতি' তাঁর দেখা ?
তাঁরি প্রেমে থেমে থাকেনা এদেশে ছুটে সে মদিনা একা।
আরব মরুভু খর্জুর তরু তাঁরি প্রেমে মাতোয়ারা,
নিশিথীনি আভা নিশাপতি তাঁরি ইশারাতে দিশাহারা।
কেহ চাহে হতে সোনা তনে তাঁরি মুজ্জাম্মীল প্রিয়!
ফণী তাঁরি দেখা পেতে একা একা বনে মহা তপঃস্বীয়।
নুরানী সে মুখে মধু বাণী শুনে তপ্ত মরুভূ রবি,
ডুবে সে হরষে উদিঁল আবারি মাগরীবে আজগবি।
(তাঁর)
চেহরা রজনী শূণ্য নয়নে আলোময়ী নিশাপতি,
আমারি নয়নে তাঁহারি স্বপ্ন তিঁনি যে, লোচন জ্যোতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইউরিদ ১৪/০২/২০১৫ভাল
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪ভালো। চালিয়ে যান................
-
আবিদ আল আহসান ১২/১২/২০১৪সুন্দর হয়েছে
-
আবিদ আল আহসান ১২/১২/২০১৪আপনি সব সময়ই ভাল লিখেন
-
সুব্রত সামন্ত (বুবাই) ১২/১২/২০১৪ভালো লাগল। এরকম আবেগ আরো উঠে আসুক।
-
সুলতান মাহমুদ ১১/১২/২০১৪good
-
রক্তিম ১১/১২/২০১৪শব্দ কিছু আমার কাছে অস্পষ্ট লেগেছে ।